স্বয়ংক্রিয়া বলতে কি বুঝ?


প্রশ্নঃ স্বয়ংক্রিয়া বলতে কি বুঝ?

ভূমিকাঃ ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া যেমন- নিরপেক্ষ থেকে কাজ করে তেমনি সব ক্ষেত্রেও অবচেতন বিষয়টিও প্রাধান্য থাকে। ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়ার মধ্যে স্বয়ংক্রিয় ক্রিয়াটিও অন্যতম বলে বিবেচিত হয়।

স্বয়ংক্রিয় ক্রিয়াঃ মানুষের দেহের সাথে যন্ত্রের অনেকাংশে সাদৃশ্য আছে। মানুষের দেহ বিভিন্ন ধরনের অংশ নিয়ে গঠিত এবং এই অংশগুলাে সমগ্র দেহের সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য সুশৃঙ্খলভাবে কাজ করে থাকে। দেহের ভিতরে লক্ষ লক্ষ জীবন্ত কোষ সুনির্দিষ্টভাবে কাজ করে থাকে। তাই শ্বাস প্রশ্বাস রক্ত সঞ্চালন গ্রন্থি তাদের নিজ নিজ নিয়ম অনুসারে কাজ করে থাকে। তাই এ জাতীয় ক্রিয়াগুলাে সুষ্ঠু দেহের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এসব ক্রিয়া অন্য কোনাে শক্তির পরিবর্তে নিজের শক্তি নিয়েই অর্থাৎ স্বয়ং ক্ষমতাবলে কাজ করে বলে এদের স্বয়ংক্রিয়া বলে। স্বয়ংক্রিয় ক্রিয়া বিচার বিবেচনা বা নির্বাচনের দ্বারা সংঘটিত হয় না বলে এদের ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া এবং এগুলাে নৈতিক অবধারণের আওতার বাইরে থেকে কাজ করে থাকে।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে স্বয়ংক্রিয় ক্রিয়া স্বাধীনভাবে কাজ করলেও এই ক্রিয়া নৈতিক অবধারণের বাইরে থাকে। তাই নীতিবিদ্যায় আলােচ্য বিষয় নামে মাত্র ফুটে উঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক