স্বতঃস্ফূর্ত ক্রিয়া বলতে কি বুঝ?


প্রশ্নঃ স্বতঃস্ফূর্ত ক্রিয়া বলতে কি বুঝ?

ভূমিকাঃ জীবনদর্শনের আচরণ সম্পর্কীত বিজ্ঞানকে বলা হয় নীতিবিদ্যা আর যেখানে অনেকগুলাে ক্রিয়ার মধ্যে ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া অন্যতম। ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়ার মধ্যে এমন এক ক্রিয়া হলাে স্বতঃস্ফূর্ত ক্রিয়া।

স্বতঃস্ফুর্ত ক্রিয়াঃ স্বতঃস্ফুর্ত ক্রিয়াটি অপ্রয়ােজনীয় বা বিনা কারণে কার্য সাধন এমন কথার সাথে ঘনিষ্টভাবে জড়িত। অর্থাৎ বাইরের কোনাে উদ্দীপন ছাড়াই দেহের ভিতরের ব্যক্তির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের ফলে যে ক্রিয়ার উৎপত্তি ঘটে থাকে তাকে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বলে।

উদাহরণস্বরূপ বলা যায়, যে কোনাে শিশু বা অনেক বয়স্ক লােক উদ্দেশ্যহীন তাদের হাত পা ছুড়তে থাকে। এজাতীয় ক্রিয়া সংবেদনী উদ্দীপনার দ্বারা সংঘটিত না হয়ে বরং দেহের আজ্ঞাবহ কেন্দ্রে অতিরিক্ত শক্তি সঞ্চয় পুঞ্জিভূত হওয়ার দরুণ হয়ে যাবে। স্বতঃস্ফূর্ত ক্রিয়া মানসিক দিক থেকে শুরু হয় না বলে এ জাতীয় ক্রিয়া ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া বা নৈতিক নিরপেক্ষ ক্রিয়া বলেও অভিহিত করা হয়।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, স্বতঃস্ফুর্ত ক্রিয়া মানুষের মানসিক দিক থেকে গুরুত্বপূর্ণ সাড়া না দিলেও তা মনের অজান্তে বা নিছক আনন্দ লাভের আশায় সংঘটিত হয়ে থাকে। ফলে তা নৈতিকতাকে সমর্থন করে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক