সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদীদের ধারণা সংক্ষেপ আলােচনা কর


প্রশ্নঃ সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদীদের ধারণা সংক্ষেপ আলােচনা কর।
অথবা, সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদীদের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর।

ভূমিকাঃ সার্বভৌমত্ব আধুনিক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক যুগে রাষ্ট্র ব্যতীত মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। আবার সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্রের কল্পনা করা যায় না।

সার্বভৌমত্বঃ সার্বভৌমিকতা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব হল অন্যতম। শুধু তাই নয়, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও স্বরূপ বহুলাংশে সার্বভৌম ক্ষমতার প্রকৃতি ও অবস্থানের ওপর নির্ভর করে।

বহুত্ববাদীদের সমালােচনাঃ সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে সমালােচিত হয়েছে। এগুলাে নিম্নে আলােচনা করা হলাে-

(১) রাজনৈতিক সার্বভৌমিকতাকে উপেক্ষাঃ আইনগত দৃষ্টিভঙ্গিতে অস্টিন সার্বভৌম শক্তির চরম, অবাধ ও অসীম ক্ষমতার কথা বলেছেন, কিন্তু রাজনৈতিক সার্বভৌমিকতা বা গণসার্বভৌমিকতার ধারণা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।

(২) আইনমাত্রই নির্দেশমূলক নয়ঃ অস্টিন প্রদত্ত সকল আইনই সর্বাংশে সত্য নয়। সকল আইনই সার্বভৌম শক্তির নির্দেশক বা আজ্ঞা নয়। বহু অনুমতিজ্ঞাপক আইনও প্রচলিত থাকে।

(৩) সার্বভৌমিকতা রাষ্ট্রের বৈশিষ্ট্যঃ অস্টিনের একত্ববাদে একটি নির্দিষ্ট উর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষকে সার্বভৌম বলা হয়েছে অর্থাৎ সরকারই হলাে সার্বভৌম। কিন্তু আমরা জানি সার্বভৌমিকতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান, সরকারের নয়।

(8) অগণতান্ত্রিকঃ সার্বভৌমিকতা সম্পর্কিত অস্টিনের মতবাদ গণতান্ত্রিক আদর্শের বিরােধী। এই মতবাদ অনুসারে আইনগত সার্বভৌমত্ব চরম ও অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী। এই সার্বভৌমের ইচ্ছাপ্রসূত পীড়নমূলক আইন গণতান্ত্রিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

(৫) প্রথাগত আইন উপেক্ষাঃ অস্টিন আইনকে সার্বভৌমের আদেশ বলে বর্ণনা করেছেন। কিন্তু লাস্কির মতাে আইন ছাড়াও একটি রাষ্ট্র-প্রথাগত আইন থাকে। সার্বভৌম এসব প্রথাকে অস্বীকার বা উপেক্ষা করতে পারে না।

(৬) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার অবস্থান নির্ণয় অসম্ভবঃ সমালােচকদের মতে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার অবস্থান নির্ণয় করা যায় না। কেননা, যুক্তরাষ্ট্রে কেন্দ্র কিংবা অঙ্গরাষ্ট্রীয় কোনাে সরকারই সার্বভৌম নয়। উভয় সরকারই সংবিধানের গণ্ডির মধ্যে থেকে ক্ষমতাচর্চা করে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আইনগত দিক দিয়ে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত। সার্বভৌম ক্ষমতার অবস্থান ও প্রকৃতি সম্বন্ধে তিনি অত্যন্ত সুস্পষ্ট ধারণা দিয়েছেন। নিঃসন্দেহে এটা তার কৃতিত্ব। কিন্তু বাস্তবতার দিক দিয়ে তার মতবাদ আধুনিক বিশ্বে গ্রহণযােগ্য নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক