রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে আচরণবাদের প্রয়োজনীয়তা আলােচনা কর


প্রশ্নঃ রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে আচরণবাদের ভূমিকা আলােচনা কর।
অথবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে আচরণবাদের গুরুত্ব আলােচনা কর।

ভূমিকাঃ রাজনীতি বিশ্লেষণের অগ্রগতির ইতিহাসে কতিপয় মতবাদ ও পর্যায় খুবই গুরুত্বপূর্ণ। আচরণবাদ এগুলাের মধ্যে অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আচরণবাদের জন্মভূমি। এই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের আচরণবাদ মাতৃস্নেহে লালিত-পালিত হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষণে আচরণবাদের প্রবেশের অন্যতম লক্ষ্য হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে নতুন দৃষ্টিকোণের পথ প্রশস্ত করে সমাজবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের সহায়তায় রাষ্ট্রবিজ্ঞানকে প্রকৃত বিজ্ঞানভিত্তিক ধ্যান-ধারণার ওপর প্রতিষ্ঠিত করেন।

রাজনীতি বিশ্লেষণে আচরণবাদের গুরুত্বঃ আচরণবাদ হচ্ছে বুদ্ধিবৃত্তির এক প্রবণতা ও পাণ্ডিত্যের এক আন্দোলন। আসলে আচরণবাদ শুধুমাত্র পদ্ধতি নয়, পদ্ধতির ঊর্ধ্বে ও পদ্ধতি অপেক্ষা শ্রেষ্ঠতর মৌল বিষয়ও এর সাথে জড়িত রয়েছে। এ জন্য রাজনীতি বিশ্লেষণে আচরণবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেগুলাে নিম্নে আলােচনা করা হলাে-

(১) বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতির প্রয়ােগঃ আচরণবাদীরাই প্রথম সামাজিক বিজ্ঞানকে বিজ্ঞানভিত্তিক গবেষণা পদ্ধতির প্রয়ােগ করে, যা তৎকালীন অনেক বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি অনুসরণের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করেছে আচরণবাদ।

(২) বাস্তবিক বিষয়ের উপর গুরুত্বারােপঃ আদর্শবাদী শিক্ষার চেয়ে বাস্তবিক বিষয়ের ওপর গুরুত্বারােপ করেছে আচরণবাদীরাই, যা রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ।

(৩) মানুষের আচরণের ওপর গুরুত্বারােপঃ মানুষ এবং মানুষের আচরণ রাজনীতির একটি মূল্যবান উপাদান। কারণ ব্যক্তির আচরণের ওপর রাজনীতির অনেক বিষয় নির্ভর করে যা রাজনীতির ওপর অনেকাংশে প্রভাব ফেলে। তাই আচরণবাদ মানুষের আচরণের ওপর বেশ গুরুত্ব দিয়ে থাকে।

(8) বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রাজনীতি অধ্যয়নের ওপর গুরুত্বারােপঃ রাজনীতি কেবল রাজনৈতিক উপাদানের ওপর নির্ভর করে না, রাজনৈতিক উপাদান ছাড়াও অন্যান্য বিষয় যেমন- অর্থনীতি, সমাজ সংস্কৃতি ইত্যাদি অধ্যয়নের মাধ্যমে আচরণবাদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

(৫) নির্দিষ্ট কলাকৌশল প্রয়ােগের ওপর গুরুত্বারােপঃ আচরণবাদ একটি নির্দিষ্ট কলাকৌশলের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণ করে থাকে। যার মাধ্যমে বিভিন্ন প্রকার ত্রুটিগুলাে সমাধান হয়ে যায় এবং রাজনীতি আরাে সুন্দরভাবে প্রতিফলিত হয়ে থাকে।

(৬) বিষয়বস্তু সংযােজনের ওপর গুরুত্বারােপঃ রাষ্ট্রবিজ্ঞানে প্রতিনিয়ত যে পরিবর্তন সাধিত হচ্ছে তার ওপর বিচার-বিশ্লেষণ করে কী কী নতুন নতুন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের সাথে সংযােজন করা যায়, আচরণবাদ তার ওপর বিশেষ গুরুত্বারােপ করে থাকে।

(৭) ভবিষৎ সম্পর্কে তথ্যপ্রদানঃ আচরণবাদ রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে যা রাজনীতি তথা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃত।

(৮) নিরপেক্ষ অবস্থানের ওপর গুরুত্বারােপঃ আচরণবাদ সর্বদা রাজনীতির ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানের ওপর গুরুত্বারােপ করে থাকে, যা যেকোনাে রাজনীতির জন্য একটি অকল্পনীয় বিষয়।

সুতরাং উল্লিখিত আলােচনায় দেখা যায় যে, আচরণবাদ ব্যক্তি বা ব্যক্তিবর্গ ও অন্যান্য রাজনৈতিক এককের রাজনৈতিক এককের রাজনৈতিক আচরণ আলােচনা করে রাজনৈতিক ফলাফল বা ঘটনাবলির সাথে এর যােগসূত্রের ইঙ্গিত প্রদান করে যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃষ্টি করেছে।

সীমাবদ্ধতাঃ সাম্প্রতিককালে আচরণবাদ এতই জনপ্রিয় হয়ে ওঠেছে যে, এর বিপক্ষে কোনাে কিছু বলা খুব সহজ নয়। তথাপিও আচরণবাদের বিরুদ্ধবাদীগণ কিছু কিছু ত্রুটি ও সমালােচনার উল্লেখ করেছেন; সেগুলাে হলাে-

(১) সংখ্যায়ন ও পরিমাপঃ আচরণবাদ সংখ্যায়ন ও পরিমাপের ওপর এত গুরুত্বারােপ করে যে সংখ্যায়ন ও পরিমাপের বহির্ভুত সমস্যাদি ও বিষয়াদির প্রতি এটা দ্বিধা-সংকোচ অবহেলা প্রদর্শন করে। সুতরাং সংখ্যায়ন ও পরিমাপের প্রতি অবহেলা আচরণবাদের একটি অন্যতম সীমাবদ্ধতা।

(২) রাজনৈতিক জীবনের বিশ্লেষণঃ আচরণবাদ রাজনৈতিক জীবনের বাস্তব তথ্য বিশ্লেষণ করতে ব্যর্থ হয়। এর প্রধান কারণ এই যে, এ মতবাদ রেখাচিত্র উপায় ও মাত্রা নিরূপণ প্রচেষ্টা প্রভৃতি অভিজ্ঞতাবাদী কৌশলের প্রতি আকর্ষণের ফলে সংখ্যায়ন ও পরিমাপের ওপর অত্যধিক গুরুত্বারােপ করে।

(৩) রক্ষণশীলতার প্রতীকঃ আচরণবাদের একটি প্রধান ত্রুটি হলাে.এটি রক্ষণশীলতার প্রতীক। এ মতবাদ রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য সমাজবিজ্ঞানের একটি স্থিতিবস্থা আনয়ন করেছে। বর্তমান সমাজের প্রতি এর প্রবক্তাদের গভীর বিশ্বাস এবং এর পরিবর্তনের প্রতি তাদের বিমুখতা রক্ষণশীল মনােভাব বহন করে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে আচরণবাদ এ শতকের একটি অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত। অনুরূপভাবে তা রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রেও সীমাহীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শত সমালােচনা-থাকা সত্ত্বেও রাজনীতি অধ্যয়নে আচরণবাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক