গাণিতিক উদাহরণঃ ‘বিদ্যাসাগর স্টোর’ ঢাকার নিউমার্কেটে অবস্থিত একটি মনিহারি ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালের জুলাই মাসে নিম্নোক্ত ঘটনাগুলাে ঘটেঃ
২০১৮
জুলাই ২ মূলধন স্বল্পতার কারণে ১০% হারে ব্যাংক থেকে ৩০,০০০ টাকার ঋণ গ্রহণ করা হয়।
জুলাই ৭ জামালপুর স্টোর থেকে ১৫ টাকা দরে ২০০ পিস মনিহারি সামগ্রী ক্রয় করা হলাে।
জুলাই ১১ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা।
জুলাই ১৭ দোকানে প্রদর্শনের উদ্দেশ্যে একটি কাঁচের র্যাক ৬,০০০ টাকা দিয়ে ক্রয় করা হলাে।
জুলাই ২৩ মালিকের মামাত ভাই তার ব্যবসায়ে শিক্ষানবিশ হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।
জুলাই ২৭ মেয়ের জন্য ব্যবসায় হতে ৩০০ টাকা মূল্যের কাগজ, কলম ইত্যাদি নেয়া হয়।
ব্যবসায়ে সংঘটিত যাবতীয় ঘটনা লেনদেন কি না তা সনাতন পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করাে।
সমাধানঃ
তারিখ | লেনদেন কি না | কারণ (সনাতন পদ্ধতি) |
২০১৮ জুলাই-২ | লেনদেন | ব্যাংক থেকে ঋণ গ্রহণের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এখানে কারবারে ৩০,০০০ টাকার নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক ঋণ বাবদ ব্যবসায়ের দায় বৃদ্ধি পেয়েছে । সুতরাং এটি একটি লেনদেন। |
জুলাই ৭ | লেনদেন | ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য মনিহারি সামগ্রী ক্রয় করায় ব্যবসায়ের ব্যয় বেড়েছে এবং নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন হওয়ায় এ ঘটনাটি একটি লেনদেন। |
জুলাই ১১ | লেনদেন | ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করার ফলে ব্যবসায়ের খরচ অর্থাৎ মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে এবং ব্যবসায়ের সম্পত্তি বাবদ ব্যাংক জমার পরিমাণ হ্রাস পেয়েছে। যেহেতু এ ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাই এটি একটি লেনদেন। |
জুলাই ১৭ | লেনদেন | কাচের ব্ল্যাক ক্রয় করার ফলে ব্যবসায়ে ৬,০০০ টাকার আসবাবপত্র বেড়েছে এবং সেই সাথে সমপরিমাণ নগদ সম্পত্তি হ্রাস পাচ্ছে। যেহেতু এ ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। |
জুলাই ২৩ | লেনদেন নয় | মালিকের মামাত ভাই এখানে কাজ করতে আগ্রহ প্রকাশ করায় ব্যবসায়ে কোনাে প্রকার সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্বের কোনাে পরিবর্তন হয় নি বিধায় এটি কোনাে লেনদেন নয়। |
জুলাই ২৭ | লেনদেন | ব্যবসায় থেকে মালিক তার মেয়ের জন্য মনিহারি সামগ্রী উত্তোলন করায় ব্যবসায়ের মনিহারি ব্যয় হ্রাস পেয়েছে এবং পাশাপাশি মালিকের উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়| ব্যবসায়ের মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে। |
0 মন্তব্যসমূহ