নিয়মতান্ত্রিক সরকার বলতে কী বুঝ?


প্রশ্নঃ নিয়মতান্ত্রিক সরকার বলতে কী বুঝ?
অথবা, সাংবিধানিক সরকার কাকে বলে?
অথবা, সাংবিধানিক সরকার কী?
অথবা, সাংবিধানিক সরকারের সংজ্ঞা দাও?

ভূমিকাঃ রাষ্ট্রবিজ্ঞানে নিয়মতান্ত্রিক সরকার বা সাংবিধানিক সরকার একটি আলােচ্য বিষয়। এ সরকার মূলত সংবিধানকে ভিত্তি করে সংগঠিত ও পরিচালিত হয়। নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকারের ভিত্তি হচ্ছে জনগণ।

নিয়মতান্ত্রিক সরকারঃ সাধারণভাবে নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক সরকার বলতে এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বুঝায়, যা সংবিধানের আইনানুযায়ী পরিচালিত হয়। তবে নীতিগত অর্থে সাংবিধানিক সরকার বলতে দেশের শাসক শ্রেণির ক্ষমতা ও কর্তৃত্বের উপর কার্যকর বাধা নিষেধ আরােপের ব্যবস্থাকেই বুঝানাে হয়। সাংবিধানিক সরকারকে অনেক সময় সীমাবদ্ধ সরকারও বলা হয়ে থাকে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সাংবিধানিক সরকারের সংজ্ঞা দিয়েছেন। নিম্নে কতিপয় সংজ্ঞা দেওয়া হলাে-

আমেরিকার প্রেসিডেন্ট উইলসন বলেছেন, “শাসনতান্ত্রিক সরকার হচ্ছে সেই সরকার যার ক্ষমতা জনস্বার্থ এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষায় নিয়ােজিত।”

রাষ্ট্রবিজ্ঞানী উইলােবির মতে, “আইনানুগ ও আইন দ্বারা সীমাবদ্ধ সরকারকে নিয়মতান্ত্রিক সরকার বলে।"

অধ্যাপক কেসি হুইয়ার বলেন, “কেবল সংবিধানকে অনুসরণ করে চললেই সাংবিধানিক সরকার হয় না। এটি এক প্রকার আইনানুগ সরকার যা আইন দ্বারা নিয়ন্ত্রিত।”

উপসংহারঃ উপযুক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সাংবিধানিক সরকার যে কোন জাতির জন্যই কাম্য। কেননা সাংবিধানিক সরকার উত্তম ও শ্রেষ্ঠ সরকার। এ সরকার জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করে। তাই বর্তমান বিশ্বে অধিকাংশ দেশেই সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক