রাষ্ট্র ও সরকারের মধ্যে ৫টি পার্থক্য নির্ণয় কর


প্রশ্নঃ রাষ্ট্র ও সরকারের মধ্যে ৫টি পার্থক্য নির্ণয় কর।
অথবা, রাষ্ট্র ও সরকারের মধ্যকার ৫টি ব্যবধান সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ বর্তমান সভ্যজগতে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র নামক এ রাজনৈতিক সংগঠনটি সভ্যতার বহু পর্যায় অতিক্রম করে আধুনিক পর্যায়ে উপনীত হয়েছে। এ সংগঠনের মধ্যেই আমরা বসবাস করি, লালিত পালিত হই এবং মৃত্যুবরণ করি। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল যথার্থই বলেছেন, মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।

রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্যঃ নিম্নে রাষ্ট্র ও সরকারের মধ্যকার পার্থক্যসমূহ আলােচিত হলাে-

(১) গঠনগতঃ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা বিশ্বের প্রতিটি রাষ্ট্রই তার সমগ্র অধিবাসীকে নিয়ে গঠিত। কিন্তু প্রতিটি দেশের সরকার অল্প কিছুসংখ্যক ব্যক্তির সমন্বয়ে গঠিত। সরকার গঠিত হয় সমগ্র জনগােষ্ঠীর মধ্যে কিছুসংখ্যক শাসকগােষ্ঠী নিয়ে, কিন্তু রাষ্ট্র গঠিত হয় ভূ-খন্ডের অন্তর্গত সমগ্র জনগােষ্ঠীকে নিয়ে।

(২) সরকার রাষ্ট্র নয়ঃ রাষ্ট্র হলাে সমগ্র আর সরকার হলাে একটি অংশ মাত্র। রাষ্ট্র গঠিত হয় চারটি উপাদানের সমন্বয়ে। সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটি উপাদান বিশেষ বা উপাদান মাত্র। রাষ্ট্রের অন্যতম মূল উপাদান হচ্ছে। সরকার এবং এর মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা ও উদ্দেশ্য প্রকাশিত ও কার্যকরী হয়, সুতরাং সরকারই রাষ্ট্র নয়।

(৩) ভৌগােলিক দিক দিয়েঃ ভৌগােলিক দিক থেকে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। রাষ্ট্র একটি ভৌগােলিক প্রতিষ্ঠান কিন্তু সরকার কোনাে ভৌগােলিক প্রতিষ্ঠান নয়। একটি নির্দিষ্ট ভৌগােলিক এলাকা নিয়ে গঠিত হয় রাষ্ট্র এবং সেই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারকে বহন করতে হয়।

(৪) সার্বভৌমত্বঃ রাষ্ট্র হলাে পৃথিবীতে এককভাবে সর্বোচ্চ ক্ষমতাশালী রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থাৎ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা ভােগ করে। কিন্তু সরকার সার্বভৌম ক্ষমতা ভােগ করতে পারে না। রাষ্ট্র একটি সার্বভৌম প্রতিষ্ঠান কিন্তু সরকার এই সার্বভৌম প্রতিষ্ঠানের মুখপাত্র মাত্র। সরকার হচ্ছে রাষ্ট্র নামক সার্বভৌম প্রতিষ্ঠানটির রক্ষক ও বাহক। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সরকারের।

(৫) আইন ও অধিকারঃ নাগরিক অধিকারের ওপর সরকারি কিংবা রাষ্ট্রীয় হস্তক্ষেপ ঘটলে শুধ সরকারের বিরুদ্ধে অভিযােগ আনয়ন করা যায়। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোনাে অভিযােগ আনয়ন করা যায় না। রাষ্ট্র সব ধরনের আইন ও অধিকারের উৎস, কিন্তু সরকার এর রক্ষক মাত্র। একটি রাষ্ট্র এবং তার নাগরিক কী কী অধিকার ভােগ করবে তা নির্ধারণ করে ঐ রাষ্ট্রের সরকার।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি, রাষ্ট্র ও সরকারের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বর্তমান। কিন্তু রাষ্ট্র ও সরকারের ও মধ্যে পার্থক্য যাই থাকুক না কেন এর কোনাে একটির অস্তিত্ব অপরটি ছাড়া কল্পনা করা যায় না। রাষ্ট্র ছাড়া সরকার হতে পারে না আর সরকার ছাড়া রাষ্ট্র টিকে থাকতে পারে না। রাষ্ট্র ও সরকারের অস্তিত্ব একটি আর একটির ওপর নির্ভর করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক