জেন্ডার কী? জেন্ডারের ভূমিকা সংক্ষেপে লিখ


প্রশ্নঃ জেন্ডার কী? জেন্ডারের ভূমিকা সংক্ষেপে লিখ।
অথবা, জেন্ডার বলতে কী বুঝ? জেন্ডারের ভূমিকা বর্ণনা কর।

ভূমিকাঃ সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান একটি আলােচ্য বিষয় হচ্ছে জেন্ডার। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেন্ডার একটি অন্যতম প্রধান আলােচিত বিষয় হিসেবে বিবেচ্য। তাই জেন্ডার হচ্ছে বর্তমান সময়ে মানব উন্নয়নের অন্যতম কেন্দ্রায় প্রত্যয়। জেন্ডার বিষয়টি কেন্দ্রীয় প্রত্যয় হওয়া সত্ত্বেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলাে উক্ত বিষয়ে পশ্চাৎপদ।

জেন্ডার কিঃ জেন্ডার শব্দটি একটি ইংরেজি শব্দ। যার আভিধানিক অর্থ হচ্ছে (SEX) বা লিঙ্গ। লিঙ্গ বা SEX এর সংজ্ঞায় বলা হয়- প্রাকৃতিক বা জৈবিক কারণে সৃষ্ট নারী-পুরুষের বৈশিষ্ট্যসূচক ভিন্নতা বা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী ও পুরুষের স্বাতন্ত্রতাকে বুঝায়। ১৯৭০ সালের দিকে জেন্ডার ধারণাটি বিকশিত হতে থাকে নারীবাদীদের দ্বারা। কথাটি এ অর্থে ব্যবহৃত হয় যে, প্রতিটি সংস্কৃতিতে নারীরা পুরুষদের সাথে একইভাবে সম্পর্কযুক্ত নয় এবং বিভিন্ন সমাজে ও বিভিন্ন সময়ে নারীর মর্যাদা ভিন্ন হয়। এ্যান ওকলে প্রথম সুনির্দিষ্টভাবে সেক্স এবং জেন্ডার এর মধ্যকার পার্থক্য তুলে ধরেন। এই পার্থক্য অনুসারে সেক্স জৈবিক বৃত্তির সঙ্গে সম্পর্কিত; কিন্তু কোনাে নির্দিষ্ট সমাজে নারী বা পুরুষের জেন্ডার ভূমিকা স্থির হয় সামাজিক এবং মানসিক অর্থাৎ (ঐতিহাসিক ও সাংস্কৃতিক) উপাদান দ্বারা।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, 'Gender is the Socio-cultural definition of women and men given by the society.' তাই আমরা বলতে পারি, জেন্ডার হলাে সমাজ আরােপিত নারী ও পুরুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক