দর্শনের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ সত্য সম্পর্কীয় মতবাদসমূহ


সত্য সম্পর্কীয় মতবাদসমূহঃ অনুরূপতাবাদ, সঙ্গতিবাদ এবং প্রয়োগবাদ 
Theories of truth: Correspondence theory, Coherence theory, and pragmatic theory

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


১। কোনটি চিন্তার সরলতম উপাদান?
উত্তরঃ অবধারণ।

২। সন্দেহাতীত অবধারণের সত্যতা কী হয়?
উত্তরঃ সত্যতা স্বতঃপ্রতীত হয়।

৩। অনুরূপবাদ কোন মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ?
উত্তরঃ সত্যাসত্যের লৌকিক মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ।

৪। হেগেল, ব্রাডলি, বােসানকো প্রমুখ দার্শনিক কোন মতবাদের সমর্থক?
উত্তরঃ সংগতিবাদ-এর সমর্থক।

৫। সত্য সম্পর্কীয় মতবাদগুলাে কী কী?
উত্তরঃ ১. স্বতঃপ্রতীতিবাদ, ২. অনুরূপতাবাদ, ৩. সংগতিবাদ ও ৪. প্রয়ােগবাদ।

৬। ‘ধারণার সত্যতা তাদের সফলতার ওপরই নির্ভর করে’ - উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক শিলারের।

৭। স্বতঃপ্রতীতিবাদের মানদণ্ড কী?
উত্তরঃ স্পষ্টতা ও পরিস্ফুটতা হচ্ছে স্বতঃপ্রতীতিবাদের মানদণ্ড।

৮.। ডেকার্ট একটি বচনকে অনিবার্য সত্য বলে মনে করেছেন, বচনটি কী?
উত্তরঃ বচনটি হলাে, “আমি চিন্তা করি, তাই আমি অস্তিত্বশীল।”

৯। সত্য কী?
উত্তরঃ উক্তির সাথে বাস্তব ঘটনার মিল থাকলেই তাকে সত্য বলা হয় ।

১০। সত্য কয় ধরণের হতে পারে ও কী কী?
উত্তরঃ দুই ধরনের- (১) আকারগত সত্য, (২) উপাদানগত সত্য।

১১। সত্যতা কী?
উত্তরঃ সত্যতা হলাে বাস্তবের অনুরূপ বা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ।

১২। সত্যতা প্রত্যয়টি কীসের ক্ষেত্রে প্রযােজ্য?
উত্তরঃ বচনের ক্ষেত্রে প্রযােজ্য।

১৩। দার্শনিক দিক থেকে সত্যতা কত প্রকার ও কী কী?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ বস্তুগত সত্যতা ও আকারগত সত্যতা।

১৪। ডেকার্টের মতে সত্য কী?
উত্তরঃ যা সুপরিচ্ছন্ন যা সুস্পষ্ট, তাই সত্য।

১৫। স্পিনােজার মতে সত্যতা নিরূপণের মানদণ্ড কী?
উত্তরঃ সুস্পষ্টতা ও পরিচ্ছন্নতা।

১৬। আধুনিক দর্শনে স্বতঃপ্রতীতিবাদের প্রবর্তক কোন দার্শনিক?
উত্তরঃ রেনে ডেকার্ট।

১৭। সঙ্গতিবাদের সমর্থক দার্শনিক কারা?
উত্তরঃ হেগেল, ব্রাডলি, বােসাঙ্কোয়েট, আলেকজান্ডার, রাসেল প্রমুখ।

১৮। সঙ্গতিবাদ অনুসারে বচনের সত্যতা কীসের ওপর নির্ভরশীল?
উত্তরঃ বচনের পারস্পরিক সম্পর্কের ওপরে।

১৯। অনুরূপবাদের প্রবক্তা কে?
উত্তরঃ বাট্রান্ড রাসেল।

২০। প্রয়ােগবাদের সমর্থক দার্শনিক কারা?
উত্তরঃ সি.এস.পার্স, উইলিয়াম জেমস, এফ.সি.এস. শীলার, জন ডিউই।

২১। সি.এস. পার্সের মতে, বচনের সত্যতা কীসের ওপর নির্ভরশীল?
উত্তরঃ এর ব্যবহারিক ফলাফলের ওপর নির্ভরশীল।

২২। “ধারণার কোনাে স্বতঃপ্রামাণ্য নেই।"- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ স্যার উইলিয়াম জেমস।

1. দর্শন বিভাগের আরো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ুন ঃ লিংক 
2. দর্শন বিভাগের আরো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ুন ঃ লিংক 
3. দর্শন বিভাগের আরো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ুন ঃ লিংক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক