মানবীয় ভূগােলের উদ্দেশ্য কী?

প্রশ্নঃ মানবীয় ভূগােলের উদ্দেশ্য কী?

ভূমিকাঃ ভূগােল শাস্ত্রের সুদীর্ঘ ইতিহাসের আদি পর্ব থেকে মানবিক ভূগােলের সূচনা লক্ষ করা যায়। প্রাচীন যুগ, মধ্যযুগ, এবং আধুনিক যুগের ভূগােলবিদগণ রাজনীতি, সমাজ, জাতি, স্থান জনসংখ্যা, শহর, জনপদ ও সামাজিক বিবর্তন প্রভৃতি সম্পর্কে অবদান রাখতে গিয়ে মানবীয় ভূগােলের উৎপত্তি ঘটে।

ভূগােলের উদ্দেশ্যঃ ভূগােলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সেখানকার মানুষের জীবন প্রণালী (সামাজিক রীতিনীতি বা দৈনন্দিন জীবনযাত্রা) ও অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলােচনা করা হয়, সেই শাখাকে মানবীয় ভূগােল বলে।

সুতরাং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের জীবন ধারার এই যে পার্থক্য তাদের চিন্তা ধারায়, মননশীলতায়, শিক্ষায় ও
সংস্কৃতির বিকাশে যে পার্থক্য আছে তার কারণ অনুসন্ধান করাই হল মানবীয় ভূগােলের মূল উদ্দেশ্য।

পরিশেষঃ মোটকথা, মানুষ তার নিজের প্রয়ােজনে প্রকৃতির বিভিন্ন উপাদান দ্বারা প্রত্যক্ষ ও পরােক্ষ ভাবে যে সমাজীয় এবং রাষ্ট্রীয় অবকাঠামাে গড়ে তােলে, সে সম্পর্কে আলােচনা করা মানবীয় ভূগােলের মূল বৈশিষ্ট্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক