গিল্ড কী? গিল্ড বলতে কী বুঝ?


প্রশ্নঃ গিল্ড কী?
অথবা, গিল্ড বলতে কী বুঝ?

ভূমিকাঃ সমাজে যেসকল প্রতিষ্ঠান দেখা যায় তার মধ্যে অর্থনৈতিক প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। কারণ অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত হলাে উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, যার মাধ্যমে প্রায় অন্যান্য সকল রকম চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়। অর্থনৈতিক প্রতিষ্ঠান সমাজে নতুন কোনাে ধারণা নয়। অতি প্রাচীনকাল থেকেই অর্থনৈতিক প্রতিষ্ঠান উৎপত্তি লাভ করে বিকশিত হতে হতে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। মধ্যযুগীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে গিল্ড ছিল অনেক গুরুত্বপূর্ণ।

গিল্ডঃ মধ্যযুগে ইউরােপীয় সমাজে গিল্ড প্রথা গড়ে ওঠে। গিল্ড মূলত একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান যা বণিকদের দ্বারা গঠিত হয়েছিল। সর্বপ্রথম ইংল্যান্ডে গিল্ড ব্যবস্থা গড়ে ওঠে। চতুদর্শ শতকের দিকে ইউরােপে ব্যবসা-বাণিজ্যের অনেক বিস্তৃতি ঘটে। ইউরােপীয় ব্যবসা-বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেসময় বণিকদের জন্য অনেক প্রয়ােজনীয় বিষয় ছিল বাণিজ্যিক নিরাপত্তা। যার কারণে বণিক সমাজ স্থায়ী সংঘ গড়ে তােলে যাকে গিল্ড বলে। কেবল মাত্র যাদের সম্পত্তি আছে তারাই গিল্ডের সদস্য হতে পারতাে। গিল্ড যেসমস্ত দায়িত্ব পালন করত তার মধ্যে উল্লেখযােগ্য হলােঃ
(১) ব্যবসায়ীদের মধ্যে প্রতিযােগিতা বন্ধ করা।
(২) উৎপাদন ও বিতরণ নিয়ন্ত্রণ করা।
(৩) বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন করা।
(৪) ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ করা।
(৫) মালিক ও শ্রমিকের যাবতীয় সমস্যার সমাধান করা।

কিন্তু ধীরে ধীরে পুঁজিবাদের বিকাশ ঘটে। পুঁজিবাদের সাথে প্রতিযােগিতায় টিকতে না পেরে গিল্ড প্রথা বিলুপ্ত হয়ে যায়। কারণ বণিকরা পুঁজিবাদকে গিল্ডের বিপরীত হিসেবে নিয়েছেন।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহকে ঘিরেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। কিন্তু এ প্রতিষ্ঠানসমূহ একদিনে গড়ে উঠেনি। ধাপে ধাপে এগুলাে বর্তমান ব্যবস্থায় এসে পৌঁছেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক