সামাজিক ইতিহাসের সাথে ইতিহাসের সম্পর্ক ও পার্থক্য আলােচনা কর


প্রশ্নঃ সামাজিক ইতিহাসের সাথে ইতিহাসের সম্পর্ক আলােচনা কর।
অথবা, সামাজিক ইতিহাসের সাথে ইতিহাসের সম্পর্ক বর্ণনা কর।

ভূমিকাঃ ইতিহাস সমাজ জীবনের দর্পণ। ইতিহাসের মধ্য দিয়ে মানুষের অতীত জীবনের প্রতিচ্ছবি বর্তমানে মূর্ত হয়ে ওঠে। মানব সমাজের উষালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান, আর্থ-সামাজিক সংগঠন প্রভৃতির মূর্ত প্রতিচ্ছবি সামাজিক ইতিহাসে ফুটে ওঠে। পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবােধের ধারাকে কেন্দ্র করেই সামাজিক ইতিহাস গড়ে ওঠে।

সামাজিক ইতিহাস ও ইতিহাসের সম্পর্কঃ সামাজিক ইতিহাস ও ইতিহাস উভয়ের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। যদিও দৃষ্টিভঙ্গিগতভাবে এদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। নিম্নে এদের মধ্যেকার সম্পর্ক ও পার্থক্যসমূহ আলােচনা করা হলাে-

(১) সামাজিক ইতিহাস ও ইতিহাস উভয়ই অতীত নিয়ে আলােচনা করে। অতীতের বিভিন্ন ঘটনাবলি ও কার্যাবলিই হলাে উভয়ের আলােচ্য বিষয়।

(২) সামাজিক ইতিহাস ও ইতিহাস উভয়ই অতীত সমাজকে বিবরণাত্মকভাবে আলােচনা করে। এদের মধ্যে বিচার বিশ্লেষণের কোন বাধ্যবাধকতা নেই।

(৩) সামাজিক ইতিহাস ও ইতিহাস উভয়ের মূল উপাদান হলাে মানুষ। মানব জীবনের ঘটনা প্রবাহ এবং কর্মের ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণই এদের কাজ।

(৪) ইতিহাস ও সামাজিক ইতিহাস উভয়ের পরিধি ব্যাপক ও বিস্তৃত। কেননা মানুষের ক্রিয়া-কর্ম ব্যাপক। মানুষের ভাষা, সাহিত্য, ধর্ম, জাতি, কৃষি, বাণিজ্য, শিক্ষা, শিল্পকলা সব কিছুই ইতিহাস ও সামাজিক ইতিহাসে স্থান পায়।

(৫) কাল্পনিক কাহিনী বা কল্পকথা কোনো ঘটনা নয়। তাই ইতিহাস ও সামাজিক ইতিহাস উভয়ের মূল প্রতিপাদ্য বিষয় হলাে অতীত ঘটনাবলির বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ।

সামাজিক ইতিহাস ও ইতিহাসের পার্থক্যঃ সামাজিক ইতিহাস ও ইতিহাসের মধ্যে উপযুক্ত সম্পর্ক থাকা সত্ত্বেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এগুলাে হলাে-

(১) সামাজিক ইতিহাস অতীতের সমাজ সংক্রান্ত ঘটনাবলি বিশ্লেষণ করে। কিন্তু ইতিহাস অতীত সমাজের যে কোনাে ঘটনা সম্পর্কে আলােচনা করে।

(২) সামাজিক ইতিহাস ইতিহাসের একটি বিশেষ দিক। ইতিহাস যেখানে অতীতের সামগ্রিক বিশ্লেষণ, সেখানে সামাজিক ইতিহাস হলাে অতীতের সামাজিক বিশ্লেষণ।

(৩) একজন সমাজ ঐতিহাসিকের সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা অপরিহার্য। কিন্তু ঐতিহাসিকের সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক নয়।

(৪) ইতিহাস অতীত সমাজ সম্পর্কে ব্যাপক ও বিস্তৃত বিবরণ তুলে ধরে। কিন্তু সামাজিক ইতিহাস অতীত সমাজের মানুষের জীবন-যাত্রা, আচার-অনুষ্ঠানসহ বিশেষ বিশেষ দিক তুলে ধরে।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি যে, সামাজিক ইতিহাস অতীত সমাজের বিজ্ঞানভিত্তিক যুক্তিনির্ভর তথ্যবহুল বিশ্লেষণ। তাই ইতিহাস ও সমাজবিজ্ঞানের সাথে সামাজিক ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। দৃষ্টিভঙ্গিজনিত কারণে এদের মধ্যে কিছুটা পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু সার্বিক বিচারে এদের মধ্যে পারস্পরিক সহযােগিতার সম্পর্ক বিদ্যমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক