কিশাের আদালতের বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা কর


প্রশ্নঃ কিশাের আদালতের বৈশিষ্ট্য সংক্ষেপে আলােচনা কর।
অথবা, কিশাের আদালতের বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা কর।

ভূমিকাঃ যারা অপরাধী বিশেষ করে কিশাের অপরাধী তাদেরকে অপরাধ থেকে নিবৃত্ত করার জন্য এবং সুস্থ জীবনযাপনে সহায়তা দানের লক্ষ্যে বিভিন্ন কর্মসচির মাধ্যমে সংশােধন করা হয়ে থাকে। কিশাের আদালত এমনই এক সংশােধনমূলক প্রতিষ্ঠান যেখানে কিশাের অপরাধীর চারিত্রিক সংশােধন করে তার প্রয়ােজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

একটি আদর্শ কিশাের আদালতের বৈশিষ্ট্যঃ একটি আদর্শ কিশাের আদালত পিতামাতার নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রেখেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরােপ করে। কিশাের অপরাধীর বিচার হয় সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে। একটি আদর্শ কিশাের আদালতের বৈশিষ্ট্যগুলাে নিম্নে আলােচিত হলাে-

(১) কিশােরদের অপরাধীদের শুনানির জন্য পৃথক এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।

(২) অনানুষ্ঠানিকভাবে ঘরােয়া পরিবেশে বিচারকার্য পরিচালনা করা হয়।

(৩) আদালত কর্তৃক নির্ধারিত প্রবেশন অফিসার অপরাধী এবং তার পরিবারের সংগে নিয়মিত যােগাযােগ রক্ষা করেন এবং তার চরিত্র সংশােধনের জন্য পন্থা ও সুপারিশ অব্যাহত রাখেন।

(৪) কিশাের অপরাধী যাতে বয়স্ক অপরাধীর সংস্পর্শে আসতে না পারে সেজন্য পৃথক আটক নিবাস স্থাপন করা হয়।

(৫) কিশাের আদালত বিচার পরিচালনায় অপরাধী এবং তার চারিত্রিক সংশােধনের জন্য প্রবেশন রেকর্ডসমূহ বিশেষ পন্থায় সংরক্ষণ করে। এর উদ্দেশ্য কিশাের অপরাধীর প্রতি আদালতের দৃষ্টি নিবদ্ধ রাখা এবং ভবিষ্যতে একই অপরাধীর বিচার পরিচালনায় পূর্ববর্তী রেকর্ডের সাহায্য নেয়া।

(৬) কিশাের অপরাধীর শারীরিক ও মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, কিশাের আদালত কিশাের অপরাধীদের মঙ্গলের জন্য এবং ভবিষ্যৎ সমাজের অপরাধমুক্ত করার জন্য যেসকল দায়িত্ব পালন করে তা সত্যিই প্রশংসার দাবিদার। কারণ এ আদালত অপরাধীকে শাস্তি প্রদানের চেয়ে সে যাতে সংশােধিত হয়ে সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার প্রয়ােজনীয় দিক নির্দেশনা দান করে। বাংলাদেশে ঢাকা বিভাগের টঙ্গীতে শিশু কিশাের সংশােধনাগার আছে। সেখানে কিশাের অপরাধীদের সংশােধনে যদি উপরােক্ত বিষয়গুলাে যদি যথাযথভাবে কার্যকর করা যায় তবে এদেশের ক্রমবর্ধমান কিশাের অপরাধ হ্রাস করে অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক