দর্শনের সাথে জীবনের সম্পর্ক আলােচনা কর


প্রশ্নঃ দর্শনের সাথে জীবনের সম্পর্ক আলােচনা কর।
অথবা, দর্শনের সাথে জীবনের সম্পর্ক আলােচনা কর।

ভূমিকাঃ মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। তাই সে এসব রহস্য ছিন্ন করেই ক্ষান্ত হয়নি, জীবনের ক্ষেত্রে এর তাৎপর্যকেও আবিষ্কার করেছে। আর এজন্যই দর্শন একটি সর্বাত্মক বিষয়। দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। বাংলা ভাষায় দৃশ ধাতুর অর্থ হলাে দেখা। দৈনন্দিন জীবনে দেখা বলতে আমরা চাক্ষুষ প্রত্যক্ষণকে বুঝি । কিন্তু এখানে দেখা মানে চাক্ষুষ দেখা নয়। দর্শন হচ্ছে জীব ও জগতের স্বরূপ উপলব্ধি।

জীবনের সাথে দর্শনের সম্পর্কঃ জীবন ও জগতের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ও তার মূল্যায়নই দর্শনের প্রধান কাজ। সুতরাং দর্শন জীবনের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িত।

(১) দর্শন ও জীবন দর্শন অভিন্নঃ জীবনকে পরিহার করে কোনাে দর্শন হতে পারে না। এ কথার সমর্থনে দার্শনিক কানিংহাম বলেন, “জীবন ও জীবনের প্রয়ােজন থেকেই দর্শন জন্মলাভ করে। কোনাে ব্যক্তি যদি ভাবনা চিন্তার ভেতর জীবনযাপন করে তবে মনে করতে হবে যে, সে কিছুটা হলেও একজন দার্শনিক।”

(২) মানব জীবনে দর্শন অপরিহার্যঃ পরিবেশ একটি জটিল সংগঠন, এখানে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়। জীবনের প্রয়ােজনে মানুষকে সুচিন্তিত উপায়ে সমস্যা সমাধানে অনুসন্ধান কাজে আত্মনিয়ােগ করতে হয়। এ সময় জীবন ও জগৎ সম্পর্কে অবশ্যই চিন্তা-ভাবনা করতে হয়। সুতরাং দেখা যায় জীবনের জটিলতা থেকেই দর্শনের উৎপত্তি।

(৩) জীবনের মতাে দর্শনও পরিবর্তনশীলঃ মানুষ চিরকাল একইভাবে জীবন ও জগৎকে মূল্যায়ন করে না। কারণ জীবনের গতিধারার সাথে দর্শনের পরিবর্তন হয়ে থাকে। বিশেষ করে জীবনের সাথে সম্পর্কহীন দর্শন মূল্যহীন।

(৪) দর্শনের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ ও সর্বজনীনঃ দার্শনিক দৃষ্টি দ্বারা পরিচালিত হলে আমরা সামাজিক কোন্দল, অনাচার ও অনেক অসত্যের হাত থেকে রক্ষা পেতে পারি। আবার দার্শনিক দৃষ্টিভঙ্গির অভাবে সামান্য বিষয় সামাজিক, পারিবারিক কোন্দলের কারণ হয়ে ওঠে।

(৫) দৈনন্দিন জীবনেও দর্শনের প্রয়ােজন অপরিহার্যঃ ব্যক্তিজীবনে অথবা সামাজিক জীবনে যুক্তিপ্রবণ ও উদার দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানাে সুস্থ মনের পরিচায়ক। একমাত্র দর্শন অনুশীলনই দৈনন্দিন জীবনে সুস্থ মানসিকতা এনে দিতে পারে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, যথাযথই দর্শন আকস্মিক কোনাে কিছু নয়। আসলে এটি মানব মনের গভীর চিন্তার অতি স্বাভাবিক ফসল। সুতরাং মানব জীবনের সাথে দর্শনের সম্পর্ক অতি গভীর ও একান্ত ঘনিষ্ঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক