বিজয় নদীর তীরের মালােদের পরিচয় লেখ



প্রশ্নঃ বিজয় নদীর তীরের মালােদের পরিচয় লেখ।
অথবা, তিতাস নদী এবং বিজয় নদীর তুলনামূলক আলােচনা কর।

উত্তরঃ অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম' উপন্যাসে তিতাস নদীর সাথে বিজয় নদীর তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছে তাতে তিতাস নদী অপেক্ষা বিজয় নদীর নানা দুর্বলতার কথা প্রকাশ পেয়েছে।

তিতাস জলরাশির আঁধার- সব দিক দিয়েই সে অকৃপণ; কিন্তু বিজয় নদীর তীরে যে মালােরা ঘর বেঁধেছে তাদের কত কষ্ট। নদী শুকিয়ে গেলে তাদের নৌকাগুলাে অচল হয়ে পড়ে- আর কাঠফাটা রােদে কেবল নৌকাগুলাে ফেটে চৌচির হয়ে যায়। বিজয় নদী-পাড়ের মালােরা বড় অভাগা। তিতাস নদীর পাশে বাস করে কেউ বিজয় নদীর অবস্থা কল্পনা করতে পারবে। হাত তিনেক জাল নিয়ে বিজয় নদীর মালােরা মাছ ধরে- তাতে চিংড়ির বাচ্চা ছাড়া আর কিছুই পাওয়া যায় না।

সুতরাং বলা যায়- তিতাস নদীর সাথে বিজয় নদীর কোনাে তুলনা চলে না; তিতাসে অগাধ জলরাশি প্রচুর মাছের সমাহার। অন্যদিকে বিজয় নদী কোনাে রকমে বেঁচে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক