শিল্পবিপ্লবােত্তর সমাজ বলতে কী বােঝ?


প্রশ্নঃ শিল্পবিপ্লবােত্তর সমাজ বলতে কী বােঝ?
অথবা, শিল্পবিপ্লবােত্তর সমাজ কী?

ভূমিকাঃ বিপ্লব বলতে মানবসমাজের চিরাচরিত অবস্থানসমূহের ব্যাপক এবং সুদূরপ্রসারী মৌলিক পরিবর্তন ও নবরূপায়ণকেই বুঝিয়ে থাকে। বিপ্লবের প্রকাশ আকস্মিক হলেও তা মানবসমাজের কোন ভূঁইফোড় ঘটনা নয়। প্রত্যেক বিপ্লবের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি লােকচক্ষুর অন্তরালে সক্রিয় থাকে। মাটির নিচে যুগ-যুগান্তরের রাসায়নিক প্রক্রিয়ার ফলে যেমন গলিত পদার্থসমূহ বিস্ফোরক হয়ে আগ্নেয়গিরির উদগীরণ বা ভূকম্পনের সৃষ্টি হয়। তেমনি প্রতিটি বিপ্লবের পশ্চাতে থাকে দীর্ঘদিনের প্রস্তুতি, প্রচেষ্টা ও প্রক্রিয়া।

শিল্পবিপ্লবােত্তর সমাজঃ শিল্পবিপ্লবের সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি প্রভাব মানুষের আর্থ-সামাজুিক, রাজনৈতিক ও চিন্তাধারার জগতে আমূল পরিবর্তন বয়ে আনে। এর প্রভাবে বদলে গেছে পৃথিবীর মৌলকাঠামাে এবং ভিন্নতা। শিল্পবিপ্লবের প্রভাবে উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় তা মানবসভ্যতা ও সামাজিক জীবনের রূপ বদলে দেয়। শিল্পবিপ্লবের পর আর্থ-সামাজিক, রাজনৈতিক ও চিন্তাধারায় যে পরিবর্তন হয়ে সমাজ নতুন বৈশিষ্ট্যে আবির্ভূত হয় তাকেই শিল্পবিপ্লবােত্তর সমাজ বলে।

শিল্পবিপ্লববাত্তর সমাজের বৈশিষ্ট্যঃ প্রাক-শিল্পসমাজ এবং শিল্পবিপ্লবােত্তর সমাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে, শিল্পবিপ্লবের সুদূরপ্রসারী বৈপ্লবিক প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শিল্পবিপ্লবের এই প্রভাবের ফলে শিল্পবিপ্লবােত্তর সমাজের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ শিল্পবিপ্লবের ফলে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও চিন্তাধারায় পরিবর্তন হয়ে সমাজের কিছু মৌলিক বৈশিষ্ট্য প্রকাশ পায় যাকে শিল্পবিপ্লবােত্তর সমাজের বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

পরিশেষঃ শিল্পবিপ্লবের ফলেই শিল্পবিপ্লবােত্তর সমাজের উৎপত্তি। আর শিল্পবিপ্লবের ফলে সমাজব্যবস্থায় বিশেষ করে শিল্পবিপ্লব পরবর্তী সময়ে সমাজের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও চিন্তাধারায় যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাকে শিল্পবিপ্লবােত্তর সমাজের বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। তবে শিল্পবিপ্লবােত্তর সমাজের বৈশিস্ট্য যে অবিমিশ্র আশাবাদ নয় তা উপরােক্ত আলােচনার মাধ্যমে সহজেই উপলব্ধি করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক