সাম্য কত প্রকার এবং কী কী?


প্রশ্নঃ সাম্য কত প্রকার এবং কী কী?
অথবা, সাম্য কত প্রকার আলােচনা কর।

ভূমিকাঃ সাম্য গণতান্ত্রিক ব্যবস্থার একটি অমূল্য উপাদান। সাম্যের ধারণা ব্যাপক ও বিস্তৃত। সাম্যের শ্রেণিবিভাগ হয় না, কেননা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে অন্যান্য সাম্য আপনা। থেকেই প্রতিষ্ঠিত হতে থাকে।

সাম্যের প্রকারভেদঃ বিভিন্ন প্রকার সাম্যের ওপর ভিত্তি করে সাম্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। সাম্যের প্রকারভেদ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে।

বার্কারের মতে, সাম্য দুই প্রকার। যথা-(১) রাজনৈতিক সাম্য; (২) সামাজিক সাম্য।

অধ্যাপক লাস্কি সাম্যকে দুই শ্রেণিতে ভাগ করেছেন। যথা-১. রাজনৈতিক সাম্য; ২. সামাজিক সাম্য।

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সাম্যকে সাত শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ১. স্বাভাবিক সাম্য; ২. রাজনৈতিক সাম্য; ৩, অর্থনৈতিক সাম্য; ৪. ব্যক্তিগত বা নাগরিক সাম্য; ৫. সামাজিক সাম্য; ৬. শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য; ৭. আইনগত সাম্য।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, সাম্যের ধারণা একটি অখন্ড ধারণা। ব্যক্তিত্বের পূর্ণ অভিব্যক্তি লাভের ক্ষেত্র বিভিন্ন দিকে হওয়ায় রাষ্ট্রবিজ্ঞানীগণ সাম্যের ধারণাঁকে বিভিন্ন দিক থেকে আলােচনা করেছেন। সমাজব্যবস্থার ভিন্নতার কারণে বিভিন্ন রূপ সাম্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক