রাষ্ট্রের উপাদানসমূহ কী কী?


প্রশ্নঃ রাষ্ট্রের উপাদানসমূহ কী কী?
অথবা, রাষ্ট্রের উপাদানসমূহ আলােচনা কর।

ভূমিকাঃ রাষ্ট্র একটি অন্যতম সামাজিক প্রতিষ্ঠান। মানবসমাজের ক্ষমতার বন্টন তথা ক্ষমতার কাঠামাে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। রাষ্ট্রের সাথে সামাজিক মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হওয়া সত্ত্বেও এর সামাজিক প্রকৃতি ও প্রভাব অনস্বীকার্য। রাষ্ট্রের ক্ষমতার পরিধি যতই বিস্তৃত হােক না কেন একথা অনুস্বীকার্য যে, রাষ্ট্রের উৎস সমাজ এবং রাষ্ট্র সামাজিক বিবর্তনের একটি নির্দিষ্ট ও অপরিহার্য স্তর।

রাষ্ট্রের উপাদানঃ রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের প্রধান ৪টি বৈশিষ্ট্যের তথা উপাদানের কথা উল্লেখ করেছেন। নিম্নে এগুলাে তুলে ধরা হলােঃ

(১) জনসংখ্যাঃ জনসংখ্যা হলাে রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান। জনসংখ্যা ছাড়া রাষ্ট্র হতে পারে না। জনহীন অরণ্যে বা জনশূন্য মরুভূমিতে কখনাে রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে জনসংখ্যার কোনাে নির্দিষ্ট পরিমাণ নেই। রাষ্ট্রভেদে জনসংখ্যা কম-বেশি হতে পারে।

(২) নির্দিষ্ট ভূখণ্ডঃ রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলাে নির্দিষ্ট ভূ-খণ্ড, এলাকা বা সীমারেখা। এই নির্দিষ্ট ভূখণ্ড যেকোনাে আয়তনের হতে পারে। এখানে অনির্দিষ্ট জনসংখ্যা বাস করে রাষ্ট্র গড়ে তােলে।

(৩) সরকারঃ রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান সরকার। সরকার ব্যতীত নির্দিষ্ট ভূ-খণ্ডে বাস করে রাষ্ট্র গঠন করা যায় না। নির্দিষ্ট ভূ-খণ্ডে বসবাসরত জনসমষ্টিকে রাষ্ট্রীয় কাঠামােয় সংগঠিত করা, আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা, জনকল্যাণ ও ন্যায়বিচার সুনিশ্চিত করা ইত্যাদি কাজের জন্য সরকারের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।

(৪) সার্বভৌমত্বঃ রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হলাে সার্বভৌমত্ব। সার্বভৌম ক্ষমতা বলতে অবিভাজ্য নিরঙ্কুশ এমন এক ক্ষমতাকে বুঝায়, যার দ্বারা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং বহিঃশত্রুর হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা অর্জন করে। যদিও বলা হয় জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, তথাপি এটাই ঠিক যে জনগণের সমর্থন নিয়েই সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও সার্বভৌমত্ব না থাকলে রাষ্ট্র হতে পারে না।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি যে, রাষ্ট্র ও সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি অন্যটির পরিপূরক। একটি ছাড়া অন্যটির অস্তিত্ব অকল্পনীয়। মােট জনসমষ্টি নিয়ে একটি রাষ্ট্র গঠিত, আবার রাষ্ট্রের জনগণই সরকার। পৃথিবীর সব সমাজেই রাষ্ট্রের অস্তিত্ব বিদ্যমান। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক