রাষ্ট্রের কার্যাবলিসমূহ সংক্ষেপে উল্লেখ কর


প্রশ্নঃ রাষ্ট্রের কার্যাবলিসমূহ সংক্ষেপে উল্লেখ কর।
অথবা, আধুনিক রাষ্ট্রের কার্যাবলিগুলাে তুলে ধর।
অথবা, রাষ্ট্রের কার্যাবলি সংক্ষেপে আলােচনা কর।


ভূমিকাঃ আধুনিক কল্যাণকর রাষ্ট্রের বহুবিধ কার্যাবলি সম্পাদন করতে হয়। জন স্টুয়ার্ট মিল আধুনিক রাষ্ট্রের কার্যাবলি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “রাষ্ট্রের প্রকৃত কার্যাবলি সম্পর্কে সুনির্দিষ্ট অভিমত জ্ঞাপন করা অসম্ভব।" যদিও ব্যক্তিস্বাতন্নবাদী দার্শনিকদের মতে, কাজ যত কম হয় ততই ভালাে। আবার উইলােবী ও অন্যদের মতে, রাষ্ট্রের হাতে প্রচুর ক্ষমতা থাকা উচিত। রাষ্ট্রের কাজকে রাষ্ট্রবিজ্ঞানিগণ বিভিন্ন ভাগে ভাগ করেছেন।

রাষ্ট্রের কার্যাবলিঃ আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে দু' ভাগে ভাগ করা যায়। যথাঃ
ক. অপরিহার্য কার্যাবলি; ও
খ, ঐচ্ছিক কার্যাবলি।

অপরিহার্য কার্যাবলিঃ যেসব কাজ সম্পন্ন না করলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয় সেগুলােকে অপরিহার্য কার্যাবলি বলে। অপরিহার্য কার্যাবলি নিম্নরূপঃ
১. প্রশাসন পরিচালনা করা;
২. সার্বভৌমত্ব রক্ষা করা;
৩. অর্থনৈতিক কাজ;
৪. বিচারকার্য;
৫. আইন প্রণয়ন;
৬. কৃটনৈতিক সম্পর্ক স্থাপন;
৭. জনগণের জানমালের নিরাপত্তা বিধান;
৮. অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা।
৯. উন্নয়ন পরিকল্পনা গ্রহণ।

ঐচ্ছিক কার্যাবলিঃ যেসব কাজ রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয় তাদের ঐচ্ছিক কার্যাবলি বলে। যথাঃ
১. যােগাযােগ ব্যবস্থার উন্নয়ন সাধন;
২. সামাজিক নিরাপত্তা বিধান;
৩. জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ;
৪. শিল্প ও ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত কাজ;
৫. কৃষি উন্নয়নমূলক কাজ;
৬. শিক্ষা সংক্রান্ত কাজ;
৭. শ্রমিক কল্যাণ সংক্রান্ত কাজ;
৮. জনহিতকর কাজ।

উপসংহারঃ উপযুক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আধুনিক রাষ্ট্রের কার্যাবলি বৃদ্ধি পেয়েছে। জনগণের স্বার্থে রাষ্ট্রের এসব কাজ সম্পাদন করতে হয়। এ সমস্ত কাজ রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিবেশ, পারিপার্শ্বিকতা, সরকারের ধরন ইত্যাদির উপর নির্ভরশীল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক