উন্নয়নশীল দেশে এলিট সমাজের ভূমিকা আলােচনা কর


প্রশ্নঃ উন্নয়নশীল দেশে এলিট সমাজের ভূমিকা আলােচনা কর।
অথবা, উন্নয়নশীল দেশে এলিট সমাজের ভূমিকা আলােচনা কর।

ভূমিকাঃ বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় আলােচিত বিষয়গুলাের মধ্যে এলিট অন্যতম। উন্নত বিশ্ব থেকে শুরু করে উন্নয়নশীল দেশগুলাের রাজনীতিতেও এলিটদের ভূমিকা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্লেষণ করছেন। গবেষকরা মনে করেন পৃথিবীর যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূলে রয়েছে এলিটদের অবদান। সমালােচকরা অবশ্য এই বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করলেও অনেকাংশে এর সত্যতা পাওয়া যায়। বস্তুত এই কারণে বলা হয়ে থাকে Today's government is government by elite.

উন্নয়নশীল দেশে এলিটদের ভূমিকাঃ উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক এলিটদের ভূমিকা আলােচনা করতে গেলে প্রথমেই আমাদের একথা স্বীকার করতে হবে যে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম পরিচালনা করে দেশকে স্বাধীন করার জন্য এলিট শ্রেণির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকান স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলােতে এলিট শ্রেণি নেতৃত্ব দিয়েছে। ঔপনিবেশিক শক্তির করাল গ্রাস থেকে এবং সামন্তবাদী নিয়ন্ত্রণ থেকে পরিত্রাণ লাভের জন্য শ্রেণির তৎপরতায় জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হয়েছে। এ সম্পর্কে C.W Mills তার The Power Elite গ্রন্থে বলেন, উন্নয়নশীল দেশগুলােতে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার পরিবর্তন ও রূপান্তর সাধিত হচ্ছে। আর এক্ষেত্রে সাধারণ জনগণ নয় বরং এলিট শ্রেণিই নেতৃত্ব ও পরিচালনার দায়িত্ব লাভ করে। কেননা এলিট শ্রেণিভুক্ত ব্যক্তিবর্গই অধিক জ্ঞানী ও দক্ষ।

পরিশেষঃ উপযুক্ত আলােচনার মাধ্যমে খুব সহজে উন্নয়নশীল দেশে এলিট শ্রেণির ভূমিকা প্রকাশ পায়। উন্নয়নশীল দেশে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে এলিট শ্রেণির গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। তারা সুকৌশলে জনগণের অশিক্ষা-কুশিক্ষা ও কুসংস্কার ইত্যাদি দুর্বলতাকে মূলধন হিসেবে ব্যবহার করে নিজেরা। ক্ষমতা বৃদ্ধির প্রয়াস পায়। যদিও কৃষি, শিল্প ও সংস্কৃতিতে আধুনিকীকরণের জন্য তারা অত্যন্ত উপযােগী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক