হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ pdf (ধারা ৮)


হস্তান্তরযােগ্য দলিল আইন, ১৮৮১- ধারা ৮

ধারা-৮ঃ ধারক (Holder)—কোন অঙ্গীকারপত্র বা বিনিময়পত্র বা চেক-এর “ধারক” বলতে, তার দখলদার বাহক হিসেবে প্রাপক বা পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বত্বগ্রহীতাকে বােঝান হয়, যদিও বেনামদারের (benamidar) মাধ্যমে ফলভােগী মালিক এ সংজ্ঞার আওতাভুক্ত নয়।

ব্যাখ্য—যেক্ষেত্রে একটি অঙ্গীকারপত্র বা বিনিময়পত্র বা চেক হারিয়ে যায় বা তা পাওয়া না যায়, বা বিনষ্ট হয়, তবে এরূপ হারানাে বা বিনষ্টের পর যে ব্যক্তি তার দখলদার বা বাহক হয়ে থাকে, তিনি তার অবিচ্ছিন্ন বাহক হিসেবে গণ্য হবেন।

আলােচনা
ধারক (Holder) সাধারণ অর্থে ধারক বলতে বুঝায়, যে ব্যক্তি বিনিময় বিলটি ধারণ করে রয়েছেন। কিন্তু অত্র ধারা মােতাবেক বিলের ধারক বলতে, বিলের প্রাপক বা অনুমােদন বলে প্রাপককে বুঝান হয়, যার দখলে দলিলটি রয়েছে বা তার পক্ষে যে বিলটি বহন করছেন এবং যে অন্য কোনভাবে দলিল প্রাপ্ত হয়নি। সহজ কথায় বলা যায় যে, অঙ্গীকারপত্র, বিনিময়পত্র বা চেক-এর দখল রাখবার এবং ঐ সকল দলিলের পক্ষসমূহের নিকট দলিলের প্রাপ্য অর্থ পাবার অথবা আদায় করবার অধিকারী ব্যক্তিকে উক্ত দলিলসমূহের ধারক বা স্বত্বাধিকারী বলা হয়। কোন হস্তান্তরযােগ্য দলিল হারিয়ে গেলে বা নষ্ট হলে, উক্ত দলিল হারাবার সময় বা নষ্ট হবার সময় যে ব্যক্তি উহার স্বত্বাধিকারী ছিল তাকেই স্বত্বাধিকারী গণ্য করা হয়। তাই বলা যায়, কোন বিনিময় বিল, অঙ্গীকারপত্র বা চেকের ধারক তিনি

ক) যিনি দলিলের প্রাপক বা পৃষ্ঠাঙ্কনগ্রহীতা, এবং
খ-১) যিনি দলিলে দখল বজায়কারী; বা
খ-২) যিনি উহার বাহকও বটে। অত্র ধারার বিধৃত অর্থ মােতাবেক তিনিই দলিলের একজন ধারক হবেন।

সুতরাং দেখা যায় যে, ধারার বক্তব্য মােতাবেক, কেবলমাত্র দলিলের অধিকার লাভ করাই যথেষ্ট নয়। দলিলের ধারক হতে হলে দলিলের অর্থ আদায় করার অধিকারও থাকতে হবে। প্রকৃত স্বত্বাধিকারীর চাকর, প্রতিনিধি হিসেবে বা চুরি, ডাকাতি, জালিয়াতি, প্রতারণা ইত্যাদি অবৈধ উপায়ে কোন ব্যক্তি দলিলের অধিকার লাভ করলে তাকে স্বত্বাধিকারী হিসেবে গণ্য করা হবেনা। একইভাবে জাল স্বাক্ষরের দ্বারা পৃষ্ঠানের মাধ্যমে দলিলের অধিকার লাভ করলে বা বিনা স্বত্বান্তরে আদিষ্ট দেয় দলিলের অধিকার লাভ করলে দলিলের ধারক হওয়া যায় না। তবে কোন ব্যক্তি মৃত স্বত্বাধিকারীর আইনগত উত্তরাধিকারী হিসেবে বা অন্যান্য কোন আইনের বলে দলিলের অধিকার লাভ করলে, তাকে ধারক হিসেবে গণ্য করা যায়। আবার একটি বিনিময় বিল একাধিক ব্যক্তি অনুকূলে পরিশােধ্য হলে, দলিলটি যার দখলে থাকবে কেবলমাত্র তিনিই ধারক না হলে সংশ্লিষ্ট প্রত্যেকেই উহার ধারক হবেন [এআইআর ১৯৩৭ রেং ২২৭] কোন অঙ্গীকারপত্রের জন্য ধারক ছাড়া অন্য কেউ, যেমন—ফলভােগী মালিক বা উক্ত দলিলের বেনামদার প্রাপক, মােকদ্দমা করতে পারেন না। যদি কোথাও একটি অঙ্গীকারপত্র বা বিনিময় বিলের ধার যদি অন্য কোন বেনামদার হয়ে থাকেন, তবে উক্ত বেনামদার ধারক হিসেবে মামলা করতে পারেন [এআইআর ১৯৩৪ পাটনা ৩৮২] যৌথ হিন্দু পরিবারের নামে একটি অঙ্গীকারপত্র সম্পাদিত হলে উক্ত পরিবারের সকল সদস্যই উক্ত দলিলের ধারক বিবেচিত হবেন। আবার একটি সহ-অংশীদারের নামে সম্পাদিত কোন অঙ্গীকারপত্রে একমাত্র উক্ত সদস্যেরই অধিকার বলবৎ থাকবে, কিন্তু যৌথ হলে সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে প্রত্যেক সদস্য স্ব-স্ব হিস্যা হারে স্বীয় অধিকার লাভ করবেন [এআইআর ১৯৩৮ বােম্বে ৪৫১ (ডিবি]।

উত্তরাধিকারী কি ধারক হতে পারেন (Can an heir become a holder) কোন ধারকের মৃত্যুর পর তার দলিলমূলে যাবতীয় সম্পদ উত্তরাধিকারীর নিকট বর্তাবে এবং এভাবে উক্ত, উত্তরাধিকারীগণ দলিলের ধারক হতে পারবেন। ধারকের মৃত্যুর পর অনুরূপ উত্তরাধিকারীদের সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠায় বা তাদের অধিকারে কোন বিরূপ প্রভাব অত্র আইনের প্রয়ােগের মাধ্যমে সৃষ্টি হয় না। [৩১ মাদ্রাজ ৫৩৪]।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক