রাষ্ট্রের সংজ্ঞা দাও


প্রশ্নঃ রাষ্ট্র বলতে কী বুঝ?
অথবা, রাষ্ট্রের সংজ্ঞা দাও

ভূমিকাঃ বর্তমান সভ্য জগতে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র নামক এ রাজনৈতিক সংগঠনটি সভ্যতার বহু পর্যায় অতিক্রম করে আধুনিক পর্যায়ে উপনীত হয়েছে। এ সংগঠনের মধ্যেই আমরা বসবাস করি, লালিত পালিত হই এবং মৃত্যুবরণ করি। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল যথার্থই বলেছেন, মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। রাষ্ট্র একটি বিবর্তনমূলক ও সমাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।

প্রচলিত অর্থে রাষ্ট্রঃ ইটালির রাষ্ট্রবিজ্ঞানী মেকিয়াভেলি ষােড়শ শতাব্দীতে প্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। রাষ্ট্র শব্দটি অনেক জাতি, সমাজ, সরকার, দেশ ইত্যাদির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন। তা নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলাে-

রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল (Aristotle)-এর মতে, “রাষ্ট্র হল কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন প্রতিষ্ঠা করা।”

অধ্যাপক লাস্কি (Laski) বলেন, আধুনিক রাষ্ট্র ভূ-খন্ডে অবস্থিত এমন সমাজ যা শাসকগােষ্ঠী ও শাসিত এ দুভাগে বিভক্ত এবং নিজের নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে অবস্থিত অন্যসকল সংস্থার ওপর প্রাধান্য দাবি করে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন (Woodrow Wilson)-এর ভাষায়, 'The state is a people organized for law within a definite territory.' অর্থাৎ কোনাে নির্দিষ্ট ভূ-খণ্ডে আইন অনুসারে সংগঠিত কোনাে জনসমষ্টিই হলাে রাষ্ট্র।

রাষ্ট্রবিজ্ঞানী অগবার্ন ও নিমকফ (Orbarm & Nimcoff)-এর মতে, 'The state is an organization which rules by means of a supreme government over a definite territory.' অর্থাৎ রাষ্ট্র হলাে একটি সংগঠন যা নির্দিষ্ট ভূখন্ডে সার্বভৌম সরকার কর্তৃক শাসিত।

ব্লুন্টসলি (Bluntschli) বলেন, 'The state is the politically organized nationals of a definite territory.' অর্থাৎ রাষ্ট্র হলাে রাজনৈতিকভাবে সংগঠিত নির্দিষ্ট ভূখন্ডের মধ্যে একটি ভারী ।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, যে রাজনৈতিক সংগঠনের নির্দিষ্ট ভূ-খন্ড, সুসংগঠিত মত আধিপত্য এবং স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি রয়েছে তাকে রাষ্ট্র বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক