অথবা জরিপ পদ্ধতির সীমাবদ্ধতাসমূহ আলােচনা কর।
অথবা, জরিপ পদ্ধতির সীমাবদ্ধতা বর্ণনা কর।
ভূমিকাঃ আধুনিক সমাজ গবেষণায় এক জনপ্রিয় ও ব্যাপক প্রচলিত তথ্যানুসন্ধান কৌশল হলাে জরিপ পদ্ধতি। জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা নতুন কোন ঘটনা নয়। বর্তমান সময় বেশ জটিল। এই জটিলতার কারণে সামাজিক সমস্যাবলীও বেড়ে চলেছে। সামাজিক সমস্যা বৃদ্ধির সাথে সাথে সামাজিক জটিল পদ্ধতির গুরুত্ব উত্তরােত্তর বৃদ্ধি পেয়েছে। সামাজিক বিজ্ঞানসমূহে জরিপ পদ্ধতি আর্থ-সামাজিক বিষয়বস্তুর একটি বিস্তৃত পরিপ্রেক্ষিত অন্তর্ভুক্ত করে।
জরিপ পদ্ধতির সীমাবদ্ধতাঃ জরিপ পদ্ধতি জনপ্রিয় ও উপযােগী হওয়া সত্ত্বেও এর কিছু কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। সংগত কারণে সমাজ গবেষকগণ যে সমস্ত সীমাবদ্ধতার কথা বলেছেন তা নিম্নে আলােচনা করা হলােঃ
(১) সুগভীর তথ্যের অভাবঃ সুগভীর তথ্যের অভাব জরিপ পদ্ধতির প্রথম সীমবদ্ধতা। এ পদ্ধতিতে সুগভীর কোনাে তথ্য পাওয়া যায় না। সামাজিক জরিপের মাধ্যমে সামাজিক উপাদান সম্পর্কিত সুগভীর কোনাে তথ্য পাওয়া সম্ভবপর নয়।
(২) ব্যয়বহুলঃ সামাজিক জরিপ পদ্ধতি একটি ব্যয়বহুল পদ্ধতি। এই পদ্ধতিতে জরিপ পরিচালনার জন্য বিরাট অংকের অর্থের প্রয়ােজন পড়ে। এর পাশাপাশি সামাজিক জরিপে সাধারণত অনেক লােকবল ও সময়ের প্রয়ােজন পড়ে।
(৩) ব্যবস্থাপনার অভাবঃ জরিপ পদ্ধতিতে ব্যবস্থাপনার অভাব পরিলক্ষিত হয়। সঠিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রশাসন ও নিয়ন্ত্রণের অভাবে ভ্রান্ত ও অনির্ভরযােগ্য তথ্য প্রাপ্তির সম্ভাবনা থাকে।
(৪) সাধারণীকরণে অসুবিধাঃ সামাজিক জরিপ পদ্ধতিতে সাধারণীকরণের অভাব পরিলক্ষিত হয়। সাধারণীকরণ ছাড়া গবেষণার পূর্ণতা আসে না। এই পদ্ধতিতে জরিপলব্ধ ফলাফলের ভিত্তিতে তেমন কোনাে সাধারণীকরণ করা যায় না।
(৫) বিজড়নের সম্ভাবনাঃ এই পদ্ধতিতে মূল্যবােধের বিজড়নের সম্ভাবনা রয়েছে। মূল্যবােধ জরিপ পদ্ধতির অপরিহার্য বিষয়। কিন্তু এই মূল্যবােধের বিজড়নের সম্ভাবনা দেখা যায়। এই পদ্ধতিতে জরিপলব্ধ তথ্যাবলিতে বিভিন। মূল্যবােধের বিজড়নের সম্ভাবনা আছে।
(৬) অপ্রত্যাশিত জটিলতার সম্ভাবনাঃ অপ্রত্যাশিত জটিলতার সম্ভাবনা দেখা যায় এ পদ্ধতির জরিপে। এই পদ্ধতিতে গবেষক কাজ করার সময় কখনও কখনও অপ্রত্যাশিত জটিলতার সম্মুখীন হন। গবেষকদের মতে এই পদ্ধতিতে সুবিস্তৃত জরিপ কাজে অপ্রত্যাশিত জটিলতা সৃষ্টির সম্ভাবনা থাকে।
(৭) সময়সাপেক্ষতাঃ সময়সাপেক্ষতা এই পদ্ধতির একটি বিশেষ দুর্বলতা। এই পদ্ধতিতে কাজ পরিচালনায় বেশ সময়ের দরকার হয়। জরিপ পদ্ধতিতে সাধারণত বিরাট অংকের অর্থ, লােকবল ও সময়ের প্রয়ােজন পড়ে ।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, উপযুক্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জরিপ পদ্ধতির গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকেই ক্রমে ক্রমে এই পদ্ধতির গ্রহণযােগ্যতা ও জনপ্রিয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই পদ্ধতি সামাজিক কল্যাণে কাক্ষিত ভূমিকা রাখছে। সুতরাং এই পদ্ধতির ভূমিকা ও গুরুত্ব অনস্বীকার্য।
0 মন্তব্যসমূহ