সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর


প্রশ্নঃ সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।
অথবা, সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলাে বর্ণনা কর।

ভূমিকাঃ সামাজিক ইতিহাস পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবােধের পরিবর্তন ধারা নিয়ে আলােচনা করে। সামাজিক ইতিহাসের মধ্য দিয়ে মানুষের অতীত জীবনের প্রতিচ্ছবি বর্তমানে মূর্ত হয়ে ওঠে। মানব সমাজের উষালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজবদ্ধ মানুষের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান, আর্থ-সামাজিক সংগঠন প্রভৃতির মূর্ত প্রতিচ্ছবি সামাজিক ইতিহাসে ফুটে ওঠে। পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিকাশ এবং সামাজিক মূল্যবােধের ধারাকে কেন্দ্র করেই সামাজিক ইতিহাস গড়ে ওঠে।

সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যঃ নিম্নে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের আলােকে সামাজিক ইতিহাসকে ব্যাখ্যা করা হলাে-

(১) সামাজিক ইতিহাস হলাে ঐতিহাসিক সামাজিক কাঠামাের আলােচনাঃ সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের মধ্য দিয়ে সমাজ বিভিন্ন স্তর ও পর্যায় অতিক্রম করে বর্তমান পর্যায়ে এসে উপনীত হয়েছে। সমাজের কাঠামাে বিভিন্ন ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয়েছে। সমাজবিকাশের কোন স্তরে সামাজিক কাঠামাে কী রকম ছিল, কীভাবে সে সমাজকাঠামাে পরিবর্তিত হয়ে নতুন সমাজকাঠামাে গড়ে উঠেছে- এসব কিছুই সামাজিক ইতিহাসের মাধ্যমে মূর্ত হয়ে ওঠে।

(২) সামাজিক পরিবর্তনের আলােচনাঃ নদীর ধারার মতই সামাজিক পরিবর্তন সতত প্রবহমান। পরিবর্তনশীলতা সমাজের ধর্ম। বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে সমাজব্যবস্থা ক্রমাগত এগিয়ে চলেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের আচার-আচরণ, প্রথা-বিশ্বাস, রীতিনীতি, সমাজ-সংস্কৃতি পরিবর্তনের মধ্য দিয়ে সচল রয়েছে। মানব সমাজের বিভিন্ন স্তরের এ সামাজিক পরিবর্তন সামাজিক ইতিহাসের মাধ্যমে আমাদের সামনে সুস্পষ্টভাবে ফুটে ওঠে।

(৩) সামাজিক পদ ও প্রত্যয়ের বিকাশ ও বিশ্লেষণঃ সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ, পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে সমাজে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ ও প্রত্যয়ের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সমাজের সে সমস্ত পদ ও প্রত্যয় সম্পর্কে অবগত হতে না পারলে অতীত সমাজের অনেক কিছুই অজানা থেকে যায়। সামাজিক ইতিহাস অতীত সমাজের সামাজিক পদ ও প্রত্যয়ের বিকাশ তুলে ধরে।

(৪) সামাজিক মূল্যবােধের পরিবর্তনের ধারাবাহিক আলােচনাঃ সমাজ অঞ্চল ও সময় ভেদে সামাজিক মূল্যবােধের ভিন্নতা রয়েছে। বিভিন্ন সমাজের পরিবর্তিত সামাজিক মূল্যবােধ সম্পর্কে জানতে হলে সামাজিক ইতিহাসের মাধ্যমে জানতে হবে। সামাজিক ইতিহাস সামাজিক মূল্যবােধের পরিবর্তন তুলে ধরে।

(৫) মানুষের জীবনধারার বিকাশ সম্পর্কিত আলােচনাঃ সামাজিক ইতিহাস বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা তুলে ধরে। পৃথিবীর বিভিন্ন সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক, উত্থান-পতন, কার্যপ্রণালি, সামাজিক সংহতি, শৃঙ্খলা প্রভৃতি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে।

(৬) আর্থরাজনৈতিক অবস্থার আলােচনাঃ সামাজিক ইতিহাস বিভিন্ন সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থাও তুলে ধরে। যদিও সমাজবিজ্ঞানী ভিকো বলেছেন Social history is the history of a people with the politics left out. তাই সামাজিক ইতিহাসের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সম্যক চিত্র ফুটে ওঠে।

(৭) সমাজ আনুষঙ্গিক বিষয়ঃ মানুষের সমাজের সাথে ওতােপ্রােতভাবে যে সমস্ত বিষয় জড়িয়ে আছে সে সম্পর্কে সামাজিক ইতিহাস আলােচনা করে। মানুষের সমাজের সকল অনুষঙ্গ বিষয়ই সামাজিক ইতিহাসের প্রতিপাদ্য।

(৮) সমাজের পূর্ণাঙ্গ চিত্রের বিশ্লেষণঃ সামাজিক ইতিহাস অতীত সমাজের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। সমাজবিজ্ঞানী ভিকো সর্বপ্রথম সামাজিক ইতিহাসের চিত্র উন্মােচন করেন। তার মতে, সমাজের সকল সম্পর্ক, প্রথা, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, আইন, আর্থ-সামাজিক সংগঠন, ভাষা, শিল্পকলা সবকিছুই সামাজিক ইতিহাসের পরিধিভুক্ত।

(৯) সামাজিক গবেষণায় সহযােগিতা প্রদানঃ সামাজিক ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলাে সমাজে যে সকল গবেষণা কার্য পরিচালিত হয়ে থাকে তাতে সহযােগিতা প্রদান করা। কেননা একজন গবেষক যখন কোনাে বিষয়ে গবেষণা করতে যান, তখন তাকে সে সমাজের পূর্ণাঙ্গ বিবরণ জানতে হয়। সে সমাজের মানুষের বর্তমান জীবনকে ব্যাখ্যা করার জন্য অতীত জীবনকে জানতে হয়। যা সামাজিক ইতিহাস ছাড়া সম্ভবপর নয়।

পরিশেষঃ উপযুক্ত আলােচনার মাধ্যমেই সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্যগুলাে প্রকাশিত হয়। বৈশিষ্টের স্বতন্ত্রতার কারণে সামাজিক ইতিহাসও স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচিত। অনেকে একে বিজ্ঞানের মর্যাদাও প্রদান করে থাকেন। কেননা সামাজিক ইতিহাস সমাজের নিছক কল্পকাহিনী নয়, সামাজিক ইতিহাস সামগ্রিক ভাবে মানুষের ইতিহাস তুলে ধরার প্রয়াস পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক