অথবা, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও।
ভূমিকাঃ মানবসমাজ স্থিতিশীল নয়, পরিবর্তনশীল। প্রতিনিয়ত নদীর ধারার মতাে তার পরিবর্তন ঘটছে। মানবসমাজের পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী স্পেনসার বলেন, 'Social Change go round from simple to complex.' সমাজ-সভ্যতার এমন বিকাশের সাথে সাথে সমাজকাঠামাে ও সামাজিক সংগঠনের পরিবর্তন সাধিত হচ্ছে। যার মধ্য দিয়ে সামাজিক পরিবর্তন সূচিত হচ্ছে।
সামাজিক পরিবর্তনের সংজ্ঞাঃ সহজ কথায় সামাজিক পরিবর্তন বলতে আমরা বুঝি সমাজকাঠামাের পুনর্গঠন বা রূপান্তর। একটি বিশেষ সামাজিক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়াকে সামাজিক পরিবর্তন বলে।
প্রামাণ্য সংজ্ঞাঃ নিম্নে বিভিন্ন সমাজবিজ্ঞানীর সামাজিক পরিবর্তন সম্পর্কীত সংজ্ঞা প্রদান করা হলাে-
সমাজবিজ্ঞানী জিনসবার্গ বলেন, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজকাঠামাের পরিবর্তন। অর্থাৎ সমাজের আকার, গড়ন ও সাংগঠনিক রূপের পরিবর্তন।
সমাজবিজ্ঞানী পার্থ ও মিলের মতে, সামাজিক পরিবর্তন কথাটির দ্বারা আমরা একটি সামাজিক কাঠামাের অন্তর্ভুক্ত ভূমিকা, আচার-ব্যবহার প্রভৃতির সময়ভেদে পরিবর্তন, উদ্ভব, বিকাশ ও অবলুপ্তির কথা বুঝে থাকি।
মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে, সমাজের গুণগত পরিবর্তন তথা শ্রেণিদ্বন্দ্বের মাধ্যমে উৎপাদনব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে সমাজে যে পরিবর্তন সূচিত হয়, তাকে সামাজিক পরিবর্তন বলে।
উইলিয়াম এফ অগর্ণের মতে, সামাজিক পরিবর্তনের অর্থ হলাে, সমাজে বসবাসকারী জনসমষ্টির কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। তার মতে, নগরী, পরিবার, কৃষিক্ষেত্র, দর্শন, শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে কৃষ্টি ও সংস্কৃতি গড়ে ওঠে। সামাজিক পরিবর্তনের ফলে এসব সামাজিক সংগঠনের কাঠামােগত পরিবর্তন সাধিত হয়।
A.M. Rose বলেন, সামাজিক পরিবর্তন বলতে আমরা সমাজকর্তৃক বা সমাজের গুরুত্বপূর্ণ উপাদানগুলাে কর্তৃক পােষণ করা ধ্যান-ধারণা ও মূল্যবােধের ক্ষেত্রে সাধিত সংশােধনকেই বুঝে থাকি।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সমাজকাঠামাে তথা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলই হলাে সামাজিক পরিবর্তন। এ পরিবর্তন সমাজের বিভিন্ন আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রথা-প্রতিষ্ঠান ও আচার অনুষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়।
0 মন্তব্যসমূহ