রুশাের সামাজিক চুক্তি (The Social Contract) গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখ


প্রশ্নঃ রুশাের সামাজিক চুক্তি গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে লিখ।
অথবা, রুশাের সামাজিক চুক্তি গ্রন্থের বিষয়বস্তু সংক্ষেপে নির্ণয় কর।


ভূমিকাঃ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত ও দীক্ষিত রুশাে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তানায়ক। ১৭৬২ খ্রিঃ প্রকাশিত তার যুগান্তকারী গ্রন্থ 'The Social Contract' রাষ্ট্রচিন্তার ইতিহাসে তাকে স্থায়ী ও সম্মানিত আসনে প্রতিষ্ঠিত করেছে। তার মূল মতবাদসমূহের অধিকাংশই এই গ্রন্থে স্থান পেয়েছে। রুশাে সামাজিক চুক্তি গ্রন্থের মাধ্যমে মানুষের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে চেষ্টা করেছেন।

সামাজিক চুক্তি গ্রন্থের বিষয়বস্তুঃ সামাজিক চুক্তি গ্রন্থের বিভিন্ন বিষয় পর্যায়ক্রমে আলােচনা করা হলাে-

(১) সাধারণ ইচ্ছাতত্ত্বঃ রুশাের সামাজিক চুক্তি গ্রন্থের কেন্দ্রবিন্দু হচ্ছে তার সাধারণের ইচ্ছাতত্ত্ব। মানুষের মধ্যে দুই ধরনের ইচ্ছার অস্তিত্ব লক্ষ্য করা যায়। একটি অপ্রকৃত ইচ্ছা এবং অপরটি প্রকৃত ইচ্ছা। এই প্রকৃত ইচ্ছা অবিভাজ্য, স্থায়ী, অভ্রান্ত, হস্তান্তরের অযােগ্য এবং কল্যাণকর। কারণ জনগণ সাধারণ অন্তর্ভুক্ত হয়ে কখনই অন্যায় করতে পারে না।

(২) সামাজিক চুক্তিঃ রুশাের মতে, প্রকৃতির রাজ্যে মানুষ সুখে-শান্তিতে বসবাস করলেও পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি ও অন্যান্য অসুবিধার কারণে তারা নিজেদের অধিকার ও স্বার্থরক্ষার চুক্তিতে আবদ্ধ। হয়। এই চুক্তি-ই হলাে সামাজিক চুক্তি।

(৩) সার্বভৌমত্বঃ সামাজিক চুক্তি গ্রন্থের একটি উল্লেখযােগ্য বিষয় হচ্ছে সার্বভৌমত্ব। রুশাের মতে, সার্বভৌমত্ব হচ্ছে সর্বময় ক্ষমতা। সমষ্টিগত জনগণের মধ্য হতে এই সার্বভৌম ক্ষমতার উৎপত্তি হয়। সমষ্টিগত জনগণের মধ্য থেকে সার্বভৌম ক্ষমতার উৎপত্তি না হলে সেটাকে সত্যিকার সার্বভৌম বলা যায় না।

(৪) সম্পত্তি তত্ত্বঃ রুশাে বলেছেন, চুক্তিতে আবদ্ধ হবার পূর্বে মানুষের যে সম্পত্তি ছিল চুক্তিতে আবদ্ধ হবার পর তাদের সেই সম্পত্তির অধিকার আর থাকে না। তারা তাদেরকে শাসন করার অধিকার যার হাতে সমর্পণ করেছে সেই সম্পত্তির মালিকানা নির্ধারণ করে দেবে।

(৫) আইন ও আইন প্রণেতাঃ রুশাের সামাজিক চুক্তি গ্রন্থের একটি উল্লেখযােগ্য দিক হচ্ছে আইন ও আইন প্রণেতা। রুশাের মতে, সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠার একটি উল্লেখযােগ্য মাধ্যম হচ্ছে আইন। আইন হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে সামাজিক সাম্যব্যবস্থা কায়েম করা সম্ভবপর। জনগণের মঙ্গলসাধনের জন্য আইনের প্রয়ােজন অপরিসীম।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে যত সূক্ষ্মভাবেই রুশাের ‘সামাজিক চুক্তি' গ্রন্থটি সমালােচনা করুক না কেন, রাষ্ট্র সৃষ্টির প্রাথমিক দলিল হিসাবে সামাজিক চুক্তি গ্রন্থটির মূল্য যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক