অথবা, জড়বাদ কীভাবে প্রাণের উৎপত্তি ঘটায় ব্যাখ্যা কর।
ভূমিকাঃ জাগতিক বস্তুর একটি বৈশিষ্ট্য হচ্ছে ‘জড়'। জাগতিক বস্তুর সকল পরিবর্তনের মাঝেও সব সময়ই যা অপরিবর্তিত থাকে তাকেই জড় বলা হয়। জড়বাদীদের মত অনুযায়ী, জড় থেকে বিশ্বের সকল বস্তু, মন, প্রাণ ইত্যাদির উৎপত্তি। আবার জড়ের মধ্যেই সব কিছুরই ধ্বংস বা বিনাশ।
প্রাণের উৎপত্তিঃ জড়বাদীরা যন্ত্রবাদের ওপর ভিত্তি করে প্রাণের ব্যাখ্যা দিয়ে থাকেন। প্রাণের উৎপত্তি সম্পর্কিত তাদের মতবাদকে অজীবজনিত মতবাদ বলা হয়। জড়বাদীদের মতে, নিষ্প্রাণ জড় থেকেই প্রাণের উৎপত্তি ঘটেছে। দার্শনিক লিউক্রিটাস মনে করেন, রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় জড় থেকেই প্রাণের উৎপত্তি হয়েছে। জড়বাদীদের মতে, জীবদেহ অন্যান্য বস্তুর মতই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সমবায়ে গঠিত। জড়বাদীদের মতে, ভৌত রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে প্রাণের ব্যাখ্যা বিজ্ঞানসম্মত।
প্রাণের ব্যাখ্যায় জড়বাদীদের যুক্তিঃ প্রাণের ব্যাখ্যায় জড়বাদীদের যুক্তি নিম্নরূপ —
(১) প্রাণ রহস্যময় নয়ঃ জৈবিক ক্রিয়াকে যান্ত্রিক কার্যকারণের ভিত্তিতে ব্যাখ্যা করলেই প্রাণের যথার্থ ব্যাখ্যা দেওয়া সম্ভব। কেননা, প্রাণ অলৌকিক রহস্যময় কোনাে অতীন্দ্রিয় সত্তা নয় যে তা জড় প্রক্রিয়া থেকে ভিন্ন।
(২) যান্ত্রিক ব্যাখ্যা বিজ্ঞানসম্মতঃ যে সকল বিজ্ঞান যান্ত্রিক কার্যকারণের ভিত্তিতে তাদের বিষয়বস্তু ব্যাখ্যা করে তাদের উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই জীববিজ্ঞানকে ঐসব বিজ্ঞানের মত উন্নত হতে হলে যান্ত্রিক কার্যকারণের ওপর গুরুত্ব দিতে হবে।
(৩) যান্ত্রিক ব্যাখ্যার অগ্রগতিঃ কিছুদিন আগে যেসব জৈবিক ক্রিয়ার যান্ত্রিক ব্যাখ্যা সম্ভব ছিল না, বর্তমানে তার বিশেষ অগ্রগতি হয়েছে। সুতরাং ভবিষ্যতে সব জৈবিক ক্রিয়ার ব্যাখ্যাই যান্ত্রিকভাবে দেওয়া সম্ভব হতে পারে।
(৪) যান্ত্রিক ব্যাখ্যা সহজবােধ্যঃ যান্ত্রিক ব্যাখ্যার ফলে প্রাণ আমাদের কাছে সহজবােধ্য হয়। ভৌতিক ও রাসায়নিক প্রক্রিয়াগুলােকে পরীক্ষাগারে যেমন পরীক্ষা করা যায় তেমনি প্রাণকে ভৌতিক ও রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত করা গেলে প্রাণের ব্যাখ্যা সহজে বােধগম্য হবে।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, প্রাণসম্পর্কিত জড়বাদীদের ব্যাখ্যা সন্তোষজনক নয়। বস্তুত প্রাণ জড়শক্তি থেকে স্বতন্ত্র। একমাত্র পরিণতিমূলক তত্ত্বকে স্বীকার করে নিয়ে প্রাণের সঠিক ব্যাখ্যা করা যেতে পারে।
0 মন্তব্যসমূহ