অগাস্টিনের শান্তিতত্ত্বের খারাপ দিকগুলি কী কী?


প্রশ্নঃ অগাস্টিনের শান্তিতত্ত্বের খারাপ দিকগুলি কী কী?
অথবা, অগাস্টিনের শান্তিতত্ত্বের খারাপ দিকগুলি কী কী? সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ মধ্যযুগীয় রাষ্ট্রদর্শনে সেন্ট অগাস্টিন একটি বিশিষ্ট নাম। গ্রিক ও রােমান সভ্যতা এবং খ্রিষ্টীয় সভ্যতার সন্ধিস্থলে দাঁড়িয়ে সেন্ট অগাস্টিন এই পৃথিবীর মানুষের জন্য এক অভয়বাণী উচ্চারণ করেন। তিনি ৩৫৪ সালে উত্তর আফ্রিকার ট্যাগাস্টি নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত রাষ্ট্রদর্শনের জ্ঞান চর্চায় মগ্ন ছিলেন।

অগাস্টিনের শান্তিতত্ত্বের খারাপ দিকগুলােঃ প্রখ্যাত দার্শনিক সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্বের ভালাে দিকের সাথে সাথে কিছু খারাপ দিকও আছে। নিম্নে সেগুলাে তুলে ধরা হলাে –

(১) পার্থিব রাষ্ট্রের অবহেলাঃ সেন্ট অগাস্টিন পার্থিব রাষ্ট্রকে অবহেলা করেছেন। তার মতে প্রকৃত কারণে পার্থিব রাষ্ট্রে বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভবপর নয়। পার্থিব রাষ্ট্রে বিরাজিত শান্তি বিশ্বশান্তি নয়।

(২) অনৈতিহাসিকঃ অগাস্টিনের শান্তি তত্ত্বের সন্ধান ইতিহাসে পাওয়া যায় না। তিনি যে বিশ্বশান্তির কথা বলেছেন খ্রিষ্টপূর্ব যুগের কোনাে প্যাগান রাষ্ট্রে সে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং তার এ তত্ত্বটি অনেকটা অনৈতিহাসিকতা দোষে দুষ্ট।

(৩) প্রকৃতির বেশি গুরুত্বঃ অগাস্টিন শুধু প্রকৃতির মধ্যে শান্তির অন্বেষণ করেছেন। তিনি প্রকৃতিকে একমাত্র শান্তির উৎস বলে অভিহিত করেছেন। কিন্তু প্রকৃতি ছাড়াও শান্তি সম্ভবপর তা তিনি চিন্তাও করেননি।

(৪) নেতিবাচকতা দোষে দুষ্টঃ সেন্ট অগাস্টিনের ন্যায় তত্ত্বটি নেতিবাচকতা দোষে দুষ্ট। তিনি সাধারণত যুদ্ধের অনুপস্থিতিকে শান্তি বলে অভিহিত করেছেন। তিনি একথা ভাবেননি যে যুদ্ধের অনুপস্থিতিতে ছাড়াও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।

(৫) কল্পনাপ্রসূতঃ তিনি দৈব রাষ্ট্রে যে শান্তি স্থাপনের প্রয়াস চালিয়েছেন তা কল্পনাপ্রসূত। তিনি বিশ্বশান্তির জন্য যে দৈব রাষ্ট্রের কথা বলেছেন তা আমাদের আয়ত্তের বাইরে। এ রাষ্ট্রকে শুধুমাত্র কল্পনা করা সম্ভবপর।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্বটি সমালােচিত হওয়া সত্ত্বেও এটি তৎকালীন অশান্ত যুগে শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে। মধ্যযুগ ছিল মূলত ন্যায়শাস্ত্র ও ধর্মতত্ত্বের গহ্বরে বন্দী। তিনি শান্তিনীতির ক্ষেত্রে যে স্রোতধারা প্রবাহিত করেছেন তা পরবর্তীতে বিভিন্ন দার্শনিক তাদের ন্যায়তত্ত্বের ভিত্তি রূপে গ্রহণ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক