অথবা, সামাজিকীকরণ কাকে বলে?
ভূমিকাঃ সমাজে বসবাসের উপযােগী উপাদানে পরিণত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়। সামাজিকীকরণ সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে বলে একে Life Long process বলে অভিহিত করা হয়। এই প্রক্রিয়া মানুষের ব্যক্তিত্বকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। মূলত সামাজিকীকরণ একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।
সামাজিকীকরণের সংজ্ঞাঃ সহজ কথায় আমরা বলতে পারি, যে প্রক্রিয়ায় ইন্দ্রিয়সর্বস্ব একটি শিশু সমাজের উপযুক্ত সদস্য হিসেবে গড়ে ওঠে, তাকে সামাজিকীকরণ (Socialization) বলে। অন্যভাবে বলা যায়, যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন নিয়ম-কানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ-পরিস্থিতির সাথে আমরা খাপ খাইয়ে চলতে সক্ষম হই, তাকে সামাজিকীকরণ বলে।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানীর সামাজিকীকরণ সম্পর্কিত সংজ্ঞা নিম্নে প্রদান করা হলাে-
সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস-এর মতে, যে প্রক্রিয়া দ্বারা ব্যক্তি পুরােপুরি সামাজিক মানুষে পরিণত হয়, তাকে সামাজিকীকরণ বলে।
সমাজবিজ্ঞানী N.J. Goode-এর মতে, যে প্রক্রিয়ায় মানবশিশু তার গােষ্ঠীর মূল্যবােধ এবং তার সম্পর্কে যাবতীয় জ্ঞান আহরণ করে এবং সেই গােষ্ঠীর মধ্যে তার স্থান অনুসারে কি ভূমিকা তার পক্ষে উপযুক্ত হবে তা বুঝতে পারে, সেই প্রক্রিয়াকে সামাজিকীকরণ বলে।
অধ্যাপিকা হামিদা আখতার বেগমের মতে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, তাকে সামাজিকীকরণ বলে।
Bogardes সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, 'এ হলাে সেই প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি জনকল্যাণের জন্য আচরণ করতে শিখে এবং তা করতে গিয়ে সামাজিক আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ব এবং সুসামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বের অভিজ্ঞতা অর্জন করে।
মোট কথা, সামাজিকীকরণ হলাে সেই প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু সামাজিক মূল্যবােধ, আদর্শ, আচরণ, নিয়ম নীতি ইত্যাদি শিক্ষা লাভ করে নিজেকে সমাজে বসবাসের উপযােগী করে গড়ে তােলে এবং যা সামাজিক মিথস্ক্রিয়ার একটি দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া; যা সারা জীবন ধরে চলতে থাকে।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সামাজিকীকরণের মাধ্যমগুলাে সবসময় পরিপূরক নয় এবং কখনাে কখনো এটা সম্পূর্ণ বিপরীতধর্মীও হতে পারে। যেমন- বাংলাদেশের কোন বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থীদের থেকে জাপানের কোন বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যবােধ সম্পুর্ন আলাদা হতে পারে। এছাড়া সামাজিকীকরণ প্রক্রিয়া কখনাে কখনাে ব্যর্থও হতে পারে এবং মানুষ এমন আচরণ করতে পারে যা কখনাে কারাে কাম্য নয়।
0 মন্তব্যসমূহ