অথবা, আইনের সংজ্ঞা দাও।
ভূমিকাঃ আইন মানব সমাজের দর্পণস্বরূপ। বৃহত্তর সমাজ জীবন ও রাষ্ট্রীয় কাঠামাের দ্বারা আইনের প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ আইন বৃহত্তর সমাজ জীবনে আপেক্ষিক। আইনের যথার্থস্বরূপ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা এবং ভাব ও নীতির ওপর নির্ভরশীল।
আইনের সংজ্ঞাঃ প্রচলিত অর্থে আইন বলতে নিয়ম-কানুন বা বিধি-বিধানকে বুঝায়। মানুষ যে সকল বিধি-বিধান সমাজে মেনে চলে, তাকে সামাজিক আইন বলা হয়। সমাজে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার জন্য যেসকল বিধি-বিধান চালু করা হয় সেগুলিকে রাষ্ট্রীয় আইন বলা যেতে পারে।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তা আলােচনা করা হলােঃ
আইনবিজ্ঞানী অস্টিনের John Austin) মতে, আইন হলাে কোন উর্ধ্বতন কর্তৃক অধস্তনকে প্রদত্ত আদেশ (Law is the command of the political superior i.e. the sovereign to the political inferior.)
অধ্যাপক আর.জি. গেটেল (R.G. Gettell) -এর মতে, আইন শুধু সেসব বিধি-নিষেধ যা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট এবং প্রতিষ্ঠিত।' Only those rules which the statecreates or which it recognize and enforces become law.))
টমাস হবস (Thomas Hobbes) -এর মতে, প্রজাদের ভবিষ্যৎ নির্ধারণের সার্বভৌম ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রীয় নেতাদের আদেশই হলাে আইন।' (The civil law is the command of him, who is endowed with supreme power in the state concerning the future action of his subject.)
উড্রো উইলসন (wodrow Wilson) -এর মতে, আইন হলাে স্থায়ী আচার-ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসাবে সুস্পষ্ট এবং যা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা বর্তমান।
পরিশেষঃ উপযুক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, আইন হলাে এমন কতকগুলি বিধি-বিধানের সমষ্টি যা সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমােদিত।
0 মন্তব্যসমূহ