অথবা, নীতিবিদ্যা কাকে বলে?
ভূমিকাঃ নীতিবিদ্যা নৈতিক আদর্শের মানদণ্ডের ভিত্তিতে সমাজে বসবাসরত মানুষের আচরণের মূল্যায়ন করে। নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণ সম্পৰ্কীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নৈতিক মানদণ্ড ও নিয়মাবলির নিরিখে মানুষের আচরণ ও কার্যাবলির ভালাে-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতি মূল্যায়ন করা নীতিবিদ্যার কাজ।
নীতিবিদ্যাঃ ইংরেজি ‘Ethics' শব্দটির বাংলা প্রতিশব্দ হলাে নীতিবিদ্যা। ‘Ethics’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Ethica' থেকে যার অর্থ হলাে রীতিনীতি বা আচার-আচরণ। এসব শব্দের তাৎপর্যের সঙ্গে সঙ্গতি রেখে নীতিবিদ্যাকে আচরণ সম্পৰ্কীয় বিজ্ঞান বলে। অনেকে নীতিবিদ্যাকে নীতিদর্শন (Moral philosophy) বলে থাকেন। ‘Moral' শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ ‘Mores' থেকে, যার অর্থ রীতি-নীতি বা অভ্যাস। সুতরাং নীতিবিদ্যা নৈতিক আদর্শের ভিত্তিতে মানব আচরণের ভালােমন্দ যাচাই করে থাকে। নীতিবিদ্যা সম্পর্কে অনেক চিন্তাবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলোঃ
ম্যাকেঞ্জি নীতিবিদ্যার সংজ্ঞা প্রসঙ্গে বলেন যে, "আচরণের ন্যায় বা ভালাে নিয়ে যে আলােচনা করা হয় তাকে নীতিবিদ্যা বলা যায়। এ বিদ্যা আচরণ সম্পৰ্কীয় সাধারণ মতবাদ এবং এ বিদ্যা ন্যায় বা অন্যায় ও ভালাে বা মন্দ প্রবণতার পরিপ্রেক্ষিতে মানুষের ক্রিয়াবলি আলােচনা করে।”
নীতিবিদ্যার সংজ্ঞায় উইলিয়াম লিলি বলেন, “We are define ethics as the normative science the conduct of human beings living in societies science which judges this conduct to be right or wrong to be good or bad or in similar way"
অর্থাৎ লিলি বলেন, "নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পৰ্কীয় এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা এই আচরণকে ন্যায় বা অন্যায়, ভালাে বা মন্দ বা অন্য কোনাে একই ধরনের পন্থায় বিচার করে।”
অলিভার এ. জনসন নীতিবিদ্যার প্রচলিত সংজ্ঞাগুলাের উৎকর্ষ সাধন করে বলেন, "মানব জীবনের মূল্যবান অনুসন্ধান হিসেবে মানব ক্রিয়া ও মানব মঙ্গলের অনুশাসনে যেসব নিয়ম জড়িত, সেগুলাে আবিষ্কারের উদ্দেশ্য মানুষের নৈতিক ব্যবহারের সুসংহত বা পদ্ধতিগত অনুসন্ধান হচ্ছে নীতিবিদ্যা।”
সুতরাং উল্লিখিত সংজ্ঞাগুলাের আলােকে বলা যায় যে, নীতিবিদ্যা একটি আচরণ সম্পৰ্কীয় বিজ্ঞান।
উপসংহারঃ নীতিবিদ্যা হচ্ছে জ্ঞানের একটি বিশেষ শাখা যা নৈতিক আদর্শের মানদণ্ডের ভিত্তিতে সমাজে বসবাসরত মানুষের আচরণের ভালাে-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত মূল্যায়ন করে থাকে। নৈতিক আদর্শের ভিত্তিতে মানুষের আচরণের মূল্যায়ন করা নীতিবিদ্যার অন্যতম কাজ।
0 মন্তব্যসমূহ