পরিবার কী? পরিবারের উৎপত্তি সম্পর্কে মর্গানের তত্ত্বটি আলােচনা কর


প্রশ্নঃ পরিবারের উৎপত্তি সম্পর্কে মর্গানের তত্ত্বটি আলােচনা কর।
অথবা, পরিবার কী? পরিবার সম্পর্কিত মর্গানের বিবর্তন মতবাদ ব্যাখ্যা কর।
অথবা, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের উৎপত্তি ও ক্রমবিকাশ আলােচনা কর।

ভূমিকাঃ সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম মৌলিক প্রতিষ্ঠান হলাে পরিবার। পরিবার সমাজকাঠামাের মূল সংগঠন। এই পরিবার মানব সৃষ্টির উষালগ্ন থেকেই সমাজে বিদ্যমান। তাই এর সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবারের সাথেই মানুষের আন্তরিক এবং অনেকটা অকৃত্রিম সামাজিক মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হয়। তাই পরিবার একটি সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান।

পরিবারের উৎপত্তি সম্পর্কিত মর্গানের তত্ত্বঃ এলএইচ মর্গান আমেরিকার নৃ-বিজ্ঞানের জনক বলে পরিচিত। তার কয়েকটি মূল্যবান গ্রন্থের মধ্যে 'Ancient Society' সর্বাপেক্ষা আলােড়ন সৃষ্টি করেছে। ঐ গ্রন্থে মর্গান পরিবার, জাতি, সম্পত্তি, সমাজ ও সভ্যতার বিবর্তনবাদী ব্যাখ্যা প্রদান করেন। মর্গানের মতে, আধুনিক একক বিবাহভিত্তিক পরিবার এক দীর্ঘ ক্রমবিকাশের ফল। তিনি তার বইয়ের তৃতীয় খণ্ডে ‘পরিবার ধারণার ক্রমবিকাশ’ শিরােনামে লিখিত এক নিবন্ধে অভিমত ব্যক্ত করেন যে-

(১) মানুষের পরিবার পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে এবং সম্ভবত এ পরিবর্তন চলতে থাকবে।

(২) এক বিয়ে পরিবার গণসংগঠন তৈরি করতে পারেনি। কারণ এখানে স্বামী-স্ত্রী দুই ভিন্ন পরিবেশের সদস্য।

(৩) এক বিয়ে পরিবার সম্পত্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

(৪) এক বিয়ে পরিবারে পিতার প্রাধান্য থাকে। তিনি চরম ক্ষমতার অধিকারী থাকেন।

পরিবারের উৎপত্তি সম্পর্কিত মর্গানের তত্ত্ব নিচে বিশদভাবে আলােচনা করা হলাে:

(১) অবাধ যৌনাচারঃ ব্যাকোফনকে সমর্থন করে মর্গান বলেন যে, আদিতে সমাজজীবনে অবাধ যৌনাচার বিদ্যমান ছিল। তখন যৌনজীবনের ওপর কোনাে সামাজিক নিয়ন্ত্রণ ছিল না। মর্গানের মতে, এটাই ছিল যৌন জীবনের প্রথম স্তর। যৌন জীবনের প্রথম স্তরটিতে ছিল প্রাক-বিবাহ ও প্রাক-পরিবার জীবন। গােষ্ঠিবদ্ধ জীবনের আদিকালে যৌন জীবন ছিল অনিয়ন্ত্রিত। সেটাই ছিল অবাধ যৌনাচারের যুগ। মর্গান বর্ণিত সামাজিক বিবর্তনের প্রথম স্তরের প্রথম পর্যায়ে অবাধ যৌনাচারের অস্তিত্ব অনুমান করা হয়েছে।

(২) কনস্যাংগুইন পরিবারঃ কনস্যাংগুইন পরিবার গঠিত হয় আপন বা জ্ঞাতিসম্পর্কের নিকট ভাই-বােনের মধ্যে বিবাহের ভিত্তিতে। অবাধ যৌনজীবনের স্তর অতিক্রম করে মানবসমাজের প্রথম ধরনের পরিবার হিসেবে কনস্যাংগুইন পরিবারের আবির্ভাব হয়। এভাবে যৌন জীবনের ওপর প্রথমবারের মত কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। মর্গানের মতে, কনস্যাংগুইন পরিবার হচ্ছে প্রথম পরিবার এবং যৌনজীবনের দ্বিতীয় স্তর। ঐ সময়ে সম্পত্তিতে যৌথ মালিকানার অস্তিত্ব ছিল।

(৩) পুনালুয়ান পরিবারঃ আপন জ্ঞাতিসম্পর্কের কয়েকজন বােনের সাথে একদল পুরুষের অথবা আপন জ্ঞাতি সম্পর্কের কয়েকজন ভাইয়ের সাথে একদল মহিলার যৌথ বিবাহের ভিত্তিতে পুনালুয়ান পরিবার গঠিত হয়। স্বাভাবিকভাবেই এ প্রথায় স্বামীরা পরস্পর ভাই হলে স্ত্রীরা পরস্পর বােন নয়। আবার স্ত্রীরা পরস্পর বােন হলে স্বামীর পরস্পর ভাই নয়। আপন জ্ঞাতি সম্পর্কিত নিকট ভাই-বােনের মধ্যে বিবাহ নিষিদ্ধকরণের মাধ্যমে পুনালুয়ান পরিবারের আবির্ভাব হয়। এটা হচ্ছে মার্গান বর্ণিত দ্বিতীয় স্তরের পরিবার এবং তৃতীয় পর্যায়ের যৌনজীবন।

(৪) সিনডিয়াসমিয়ান পরিবারঃ একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে অস্থায়ী যুগল বন্ধনে এ পরিবার গঠিত হতাে। এ পরিবারের স্থায়িত্ব স্বামী-স্ত্রীর খেয়াল-খুশির ওপরই নির্ভর করতে। সাধারণত একটি সন্তান জন্মের পর পরিবারটি বিলুপ্ত হয়ে যেত। মর্গানের মতে, এটাই হচ্ছে তৃতীয় স্তরের পরিবার এবং চতুর্থ পর্যায়ের যৌনজীবন। আরও উল্লেখ্য যে, সিনডিয়াসমিয়ান পরিবার যেহেতু এক স্বামী এক স্ত্রীর পরিবার সেহেতু এটাই আধুনিক একক পরিবারের প্রথম সূচনার ইঙ্গিত দেয়। তবে এটাও বলা প্রয়ােজন যে, সিনডিয়াসমিয়ান বা যুগল পরিবারে প্রধান স্ত্রী ছাড়াও অন্য রমণীতে যৌনাধিকার স্বীকৃত ছিল।

(৫) পিতৃপ্রধান পরিবারঃ এ পরিবার গড়ে ওঠে একজন পুরুষের সাথে একাধিক স্ত্রীর বিবাহের ভিত্তিতে। এ ধরণের পরিবারের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হলাে, এখানে ক্ষমতা স্বামী, পিতা বা বয়স্ক পুরুষের হাতে ন্যাস্ত থাকে। মর্গানের মতে, এটা হচ্ছে চতুর্থ স্তরের পরিবার এবং পঞ্চম পর্যায়ের যৌন জীবন। মর্গান বলেন যে, কনস্যাংগুইন এবং পুনালুয়ান পরিবারে পুরুষের চেয়ে মেয়েদের ক্ষমতাই বেশি স্বীকৃত ছিল ।

(৬) মনােগামী পরিবারঃ একজন পুরুষের সাথে অপর একজন মহিলার বিবাহসূত্রে মনােগামীয়ান পরিবার গঠিত। এ পরিবার মােটামুটিভাবে স্থায়ী যুগল পরিবার। মর্গানের মতে, মনােগামীয়ান পরিবার আধুনিক পরিবারের সর্বজনীন রূপ।

সমালােচনাঃ যেসব নৃ-বিজ্ঞানী ক্রিয়াবাদী তাদের মতে, মর্গানের বিবর্তনবাদী ধারায় যে পরিবারগুলাের কথা বলা হয়েছে তা আদৌ ঠিক নয়। কেননা, ক্রিয়াবাদীরা যুক্তি দেখিয়েছেন, পশুপাখির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে, এক জোড়ার মধ্যে যৌন সঙ্গম লক্ষ্য করার যায় এবং তারা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়। ফলে মর্গান যে ভাইবােন বিয়ের কথা বলেছেন তা ঠিক নয় বরং সমাজের আদি থেকেই এক বিয়ে পরিবার লক্ষণীয়। নৃ-বিজ্ঞানী ম্যালিনস্কি এ ধরনের সমালােচনার অন্যতম ব্যক্তি।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি যে, পরিবারের বিবর্তন সম্পর্কে মর্গান যে সকল তত্ত্ব দিয়েছেন তা চিরন্তন সত্য। আধুনিক গােষ্ঠির প্রায় সকল সমাজেই একক পরিবার অর্থাৎ মনােগামী পরিবার লক্ষণীয়। শিল্প সমাজে একক পরিবারই মােটামুটি সর্বজনীন বিবাহ রীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক