সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান? তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও


প্রশ্নঃ সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান? তোমার মতামতের পক্ষে যুক্তি দেখাও।

ভূমিকাঃ ইউরোপে শিল্পবিপ্লবোত্তর দ্রুত পরিবর্তনশীল জটিল ও বৈপ্লবিক সমাজ প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের জন্ম। জন্মলগ্ন থেকে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে কাজ করে আসছে। কিন্তু সমাজবিজ্ঞানের বিষয়াবলি প্রাকৃতিক বিজ্ঞানের নীতিমালা দিয়ে বিশ্লেষণ করা যায় না। তাই অনেকে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান কি না এ বিষয়ে প্রশ্ন তোলেন। সমাজবিজ্ঞান বিজ্ঞান কী না এ প্রশ্নের উত্তর দেয়ার আগে আমাদের জানতে হবে বিজ্ঞান কী?

বিজ্ঞানের সংজ্ঞাঃ সহজ কথায় বলা যায়, বিজ্ঞান হলো কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হলো বিজ্ঞান।

The Oxford English Dictionary (1970) তে বলা হয়েছেঃ গবেষণালব্ধ জ্ঞানই বিজ্ঞান । বস্তুত যুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ বা পরীক্ষণের ভিত্তিতে অর্জিত সুসংহত জ্ঞানই হলো বিজ্ঞান।

Webster's Third International Dictionary (1968) তে বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে “সুসংবদ্ধ জ্ঞানই বিজ্ঞান।”

বিজ্ঞানের বৈশিষ্ট্যঃ 
(১) বিজ্ঞান অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি।
(২) বিজ্ঞান একটি সুসংঘবদ্ধ ও সুসংহত জ্ঞানের সমষ্টি।
(৩) বিজ্ঞান প্রাকৃতিক ও সামাজিক অবস্থার মধ্যকার সম্পর্কের সুনির্দিষ্ট অভিব্যক্তি।
(৪) বিজ্ঞান মানুষের সমস্যা সমাধানের যৌক্তিক হাতিয়ার।
(৫) তত্ত্ব গঠন ও উন্নয়ন বিজ্ঞানের মূল লক্ষ্য৷

সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞানঃ বিজ্ঞানের উপর্যুক্ত সংজ্ঞা ও বৈশিষ্ট্যের আলোকে আমাদের দেখতে হবে সমাজ বিজ্ঞান একটি বিজ্ঞান কী না। যদিও সমাজবিজ্ঞানের বিজ্ঞান হওয়ার প্রশ্নে অনেকে আপত্তি করেছেন। এর জন্য তারা বেশ কিছু অভিযোগ দাঁড় করিয়েছেন। কিন্তু সমাজবিজ্ঞানীরা নিরন্তন প্রচেষ্টার মাধ্যমে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কেননা উপরে উল্লেখিত বিজ্ঞানের প্রতিটি বৈশিষ্ট সমাজবিজ্ঞানের মধ্যে রয়েছে।

উপসংহারঃ পরিশেষে উল্লেখ্য, সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি ও প্রকৃতি বিজ্ঞানসম্মত হওয়ায় এটি একটি বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে সমাজতাত্ত্বিক গবেষণাকর্ম ফলপ্রসূ বিবেচিত হয়ে আসছে। সমাজবিজ্ঞান পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিচার-বিশ্লেষণ করে এমন সুসংহত জ্ঞানের অন্বেষণের প্রচেষ্টা চালায়- যা মূলত বিজ্ঞানভিত্তিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক