থেলিসকে দর্শনের জনক বলা হয় কেন?


প্রশ্নঃ থেলিসকে দর্শনের জনক বলা হয় কেন?
অথবা, থেলিসকে দর্শনের অগ্রপথিক বলা হয় কেন?

ভূমিকাঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মানুষ যখন স্বীয় অস্তিত্ব সম্পর্কে সচেতন ছিল না, সে সময় সকল প্রকার কু-সংস্কার থেকে মুক্ত হয়ে স্বাধীন চিন্তা ও বৌদ্ধিকের সাহায্যে জ্ঞান অনুসন্ধানের মধ্যদিয়ে দর্শনের অগ্রযাত্রা শুরু হয়। আর এ অগ্রযাত্রার পেছনে যিনি অগ্রণী ভূমিকা রাখেন তিনি হলেন গ্রীক দার্শনিক থেলিস। দর্শনশাস্ত্রে তিনি যে অবদান রেখে গেছেন তার ওপর ভিত্তি করেই আজ দর্শনশাস্ত্র আত্মবিকাশ করেছে।

দর্শনের জনক হিসাবে থেলিসঃ থেলিস সকল কুসংস্কার ও অন্ধ বিশ্বাস ও ধর্মীয় অনুশাসন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে বিজ্ঞান সম্মত উপায়ে জগতের ব্যাখ্যা দিয়ে যে ইতিহাস রচনা করেন তা সত্যিই বিস্ময়কর। নিম্নোক্ত কারণে থেলিসকে দর্শনের জনক বলা হয়ে থাকে।

(১) বিশ্বতত্ত্বের কৌতূহলঃ বিশ্বের ইতিহাসে থেলিস একমাত্র ব্যক্তি যিনি বিশ্বতত্ত্ব সম্পর্কে কৌতুহলী হয়ে প্রথম প্রশ্ন করেনঃ এই বিশ্বজগতের আদি উপাদান কী? এ প্রশ্নের উত্তর অনুসন্ধানের মাধ্যমেই শুরু হয় দার্শনিক ও বৈজ্ঞানিক চিন্তার অগ্রযাত্রা বা পাশ্চাত্য দর্শনের ইতিহাসের।

(২) বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনঃ থেলিস শুধু প্রশ্ন করেননি; তিনি এই বিশ্বজগতের একটি ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন। তিনি কোনাে রূপক বা গল্পের আশ্রয় না নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে জগতের সমস্যা সমাধানের চেষ্টা করেন।

(৩) আদি উপাদান নির্ণয়ঃ থেলিস বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করেন যে, দুই বা বহু নয়; এই জগতের আদি উপাদান ‘একটি মাত্র বস্তু’ এবং তা হলাে পানি (Water)।

(৪) ঐক্যের ধারণা প্রদানঃ থেলিস সর্বপ্রথম বিভেদের মধ্যে ঐক্যের ধারণা এনেছেন এবং ঐ ঐক্যের ধারণায় অটল থেকে বহুত্বের বৈচিত্র্যের ব্যাখ্যা দেয়ার জন্য সচেষ্ট হয়েছেন।

(৫) কার্যকারণ তত্ত্ব আনয়নঃ থেলিস বিশ্বতাত্ত্বিক সকল প্রশ্নের উত্তর প্রদানের লক্ষ্যে কার্যকারণ তত্ত্বের প্রবর্তন করেন। তিনি যেসব ক্ষেত্রে উত্তর দেননি সেসব ক্ষেত্রে প্রশ্ন উত্থাপন করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন।

(৬) বার্ট্রান্ড রাসেলের মতঃ থেলিস সম্পর্কে রাসেল বলেন, থেলিসের দর্শন ও বিজ্ঞান ছিল অপরিণত কিন্তু তবুও তা মানুষকে চিন্তা করতে এবং পর্যবেক্ষণ করতে প্রবৃত্ত করে। এজন্যই তাকে দর্শনের জনকের পদে আসীন করা হয়েছে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, বর্তমান জগত যে জ্ঞানবিজ্ঞানের উচ্চশিখরে উপনীত হয়েছে তার পেছনে রয়েছে মানুষের মুক্ত ও স্বাধীন চিন্তা। এ স্বাধীন চিন্তার ওপর ভিত্তি করে আজ বিভিন্ন বৈজ্ঞানিক মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আর থেলিসই সর্বপ্রথম এ চিন্তার প্রবর্তন করেন। তাই তাকে দর্শনের জনক বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক