প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের ওপর নূরজাহানের প্রভাব আলােচনা কর।
ভূমিকাঃ সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম নূরুদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরােহণ করেন। ইতিহাসে তিনি সম্রাট জাহাঙ্গীর নামেই পরিচিত। তিনি তার পিতার পথ অনুসরণ করে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণপূর্বক ন্যায়পরায়ণতার সাথে শাসনকার্য পরিচালনার জন্য বারােটি আইন প্রণয়ন করে এর নাম দেন 'দস্তুরুল আমল’। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে তার শাসনামল একটি ঘটনা বহুল অধ্যায়।
সম্রাটের ওপর নূরজাহানের প্রভাবঃ
সম্রাজ্ঞী হওয়ার পর নূরজাহান নিজস্ব রূপ লাবণ্য ও প্রজ্ঞা দ্বারা জাহাঙ্গীরের ওপর পুরােপুরি প্রভাব বিস্তার করতে সক্ষম হন। জাহাঙ্গীরের সাম্রাজ্যে নূরজাহানের ক্ষমতাই সর্বোচ্চ হয়ে দাঁড়ায়। ফলে জাহাঙ্গীর ক্রমশ আরামপ্রিয় হয়ে বিলাসিতার স্রোতে নিজেকে ভাসিয়ে দেন। অন্যদিকে নূরজাহান দিন দিন অভিজ্ঞতা ও শক্তির অধিকারী হতে থাকেন এবং সম্রাটের নামের সাথে তার নামও মুদ্রায় অঙ্কিত হয়। এমনকি সব সরকারি ফরমানে জাহাঙ্গীরের দস্তখতের সাথে তার দস্তখতও থাকত। শেষ পর্যন্ত জাহাঙ্গীর নূরজাহানের হাতের ক্রীড়নকে পরিণত হন।
0 মন্তব্যসমূহ