প্রশ্নঃ উইলিয়াম জেমসের প্রয়ােগবাদ ব্যাখ্যা কর।
অথবা, সত্য সম্পর্কিত মতবাদ হিসাবে জেমসের প্রয়ােগবাদ ব্যাখ্যা কর।
ভূমিকাঃ সত্যতা সম্পর্কিত মতবাদ হিসাবে প্রয়ােগবাদ দর্শনের একটি বিশিষ্ট মতবাদ। এই মতবাদটি মূলত ভাববাদের প্রতিক্রিয়াস্বরূপ একটি নতুন ও সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি যা ব্যবহারিক মূল্যকে চিন্তা বা ধারণার বা বিশ্বাসে সত্য-মিথ্যার মাপকাঠি হিসাবে মনে করে। উইলিয়াম জেমস প্রয়ােগবাদ নামক দার্শনিক মতবাদের প্রধান প্রবক্তা।
উইলিয়াম জেমস-এর প্রয়োগবাদঃ প্রয়ােগবাদী দার্শনিক উইলিয়াম জেমস অত্যন্ত গুরুত্ব সহকারে সত্যতার বিষয়টি আলােচনা করেছেন। জেমসের মতে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কোনাে ধারণা বা বিশ্বাসে কার্যকারিতা নিরূপণের মধ্যেই সত্যতা নিহিত। কোনাে ধারণাকে সত্য বলে স্বীকার করার পূর্বে অভিজ্ঞতার মাধ্যমে তার ব্যবহারিক মূল্য বা ফলপ্রসূতা যাচাই করতে হবে। কেননা অভিজ্ঞতা নিরপেক্ষ চিরন্তন বা সনাতন সত্য বলে কোনাে কিছুর অস্তিত্ব নেই।
পড়ুনঃ দর্শন কাকে বলে? দর্শনের সংজ্ঞা দাও
তার মতে, আমাদের আচরণের ক্ষেত্রে যে ধরনের আচরণ সুবিধাজনক বা হিতকর তা যেমন ন্যায় বা ঠিক, তেমনি আমাদের চিন্তার ক্ষেত্রে যে ধরনের চিন্তা সুবিধাজনক তা সত্য, সুবিধাজনক বা হিতকর বিশ্বাসমাত্রই সত্য, সত্য হচ্ছে আপেক্ষিক। সব বিশেষ সত্যের মধ্যে যে স্বরূপ বা লক্ষণ সাধারণভাবে বর্তমান তা এই যে, তারা প্রয়ােজন বা কাজে লাগে।
একটা ধারণা সত্য হয়, যতক্ষণ তা আমাদের জীবনের জন্য হিতকর হয়। সত্য হচ্ছে ভালাের অন্তর্গত একটা শ্রেণি বা প্রজাতি। সত্যতা একটা ধারণাতে ঘটে; ঘটনার সাহায্যে সত্য হয় সত্যতা সম্পর্কে জেমসের প্রয়ােগবাদী মতকে নিম্নোক্ত বৈশিষ্ট্যের আলােকে ব্যাখ্যা করা যেতে পারে।
পড়ুনঃ হেগেলের বস্তুগত ভাববাদ কী?
(১) সত্যতা আরােপিত গুণঃ সত্যতা কোনাে বলের অন্তর্নিহিত গুণ নয়। সত্যতা বচনের মধ্যে অন্তর্নিহিতভাবেও থাকে না। এটি বচনের কোনাে আবশ্যিক গুণ নয়। বরং আমরা বচনের ওপর এটি আরোপ করে থাকি ।
(২) উপযােগিতা বিদ্যমানঃ সত্যতা প্রয়ােগিক উপযােগিতা সাপেক্ষ। এটা বাস্তবিক জীবনের কার্যকারিতা বা উপযােগিতার ওপর নির্ভরশীল।
(৩) সত্যতার ভিত্তিঃ জেমসের মতে, সত্যতা বিশ্বাস সাপেক্ষ, কিন্তু এ বিশ্বাসের ভিত্তি হচ্ছে উপযােগিতা।
(৪) সত্যতা পরিবর্তনশীলঃ সত্যতা যেহেতু উপযােগিতার সাথে সম্পর্কিত, তাই যে ধারণা যখন উপযােগিতা দেবে তা তখন সত্য। আর এ কারণে সত্যতা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হতে পারে।
পড়ুনঃ প্লেটোর ন্যায়বিচারের বৈশিষ্ট্যগুলি কী কী?
(৫) সত্যতা নির্বাচনধর্মীঃ সত্যতা কোনাে ব্যক্তির আত্মগত চেতনার ওপর নির্ভরশীল। সে যেভাবে তাকে নির্বাচন করে সত্যতার প্রকৃতি ঠিক সেরূপ হয়ে থাকে।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, কিছু দোষ-ত্রুটি থাকা সত্ত্বেও প্রয়ােগবাদের মূল্যকে একেবারে অস্বীকার করা যায় না। উইলিয়াম জেমস সত্য সম্পর্কে যে মতামত ব্যক্ত করেছেন তা বিশেষ গুরুত্বের দাবিদার। তিনি সর্বাধিক সতর্কতা নিয়ে সত্যতার বিষয়টি আলােচনা করেছেন। তাই সত্যতার প্রকৃতি আলােচনায় জেমসকে অনুসরণ করা যেতে পারে।
0 মন্তব্যসমূহ