প্রশ্নঃ একুইনাসকে কেন মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়? সংক্ষেপে লিখ।
অথবা, একুইনাসকে কেন মধ্যযুগীয় এরিস্টটল বলা হয়? বর্ণনা কর।
ভূমিকাঃ রাষ্ট্র দর্শনের ইতিহাসে সেন্ট টমাস একুইনাস সর্বাপেক্ষা যুক্তিবাদী দার্শনিক। তিনি গ্রিক দার্শনিক এরিস্টটলের দার্শনিক যুক্তিসমূহ গ্রহণ করে সংস্কারের ডাক দেন। খ্রিস্টীয় পান্ডিত্যবাদ আন্দোলনের অন্যতম প্রবক্তা টমাস একুইনাস চেয়েছিলেন এরিস্টটলের দর্শন রসে জারিত করে তার মতবাদকে গড়ে তুলতে।
মধ্যযুগের দার্শনিক একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলার কারণঃ মধ্যযুগের রাষ্ট্রবিদ ও দার্শনিক একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলার কারণগুলো নিম্নরূপ–
(১) রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতিঃ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ধারণায় একুইনাস এরিস্টটলের ধারণা দ্বারা অনুপ্রাণিত হন। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে একুইনাস এরিস্টটলের মত অনুসরণ করে বলেন, রাষ্ট্র একটি স্বাভাবিক, স্বয়ংসম্পূর্ণ ও নিখুঁত সংগঠন। এর উৎপত্তির মূলে রয়েছে মানুষের স্বভাবজাত ও সামাজিক প্রবৃত্তি। আদর্শ ও উন্নত জীবনের জন্য পরস্পর সেবার ভিত্তিতে তা প্রতিষ্ঠিত।
(২) ধর্ম ও দর্শনঃ ধর্ম ও দার্শনিক মতবাদের দৃষ্টিতে একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা চলে। এরিস্টটল যেখানে দর্শন ও যুক্তিকেই সর্বোচ্চ স্থান দিয়েছেন একুইনাস সেখানে আরও একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, দর্শনই সব কিছুর শেষ নয়, এর বাইরে আরও একটি স্তর আছে এবং সেটি হলো ধর্মতত্ত্ব।
(৩) আইনঃ আইন সম্পর্কিত ব্যাখ্যায় এরিস্টটলের সাথে একুইনাসের সাদৃশ্য রয়েছে। একুইনাস এরিস্টটলের আইন তত্ত্বের ভিত্তিতে তার আইন তত্ত্ব দাঁড় করান। এরিস্টটল আইন প্রসঙ্গে বলেন, যুক্তি ও ইচ্ছা উভয়ই আইনের উৎস। একুইনাসও এর দৃঢ় সমর্থক।
(৪) মানবতত্ত্বঃ মানব তত্ত্বেও একুইনাসের ধারণায় এরিস্টটলের স্লোগান প্রতিধ্বনি হতে দেখা যায়। তিনি এরিস্টটলের মানব দর্শনে প্রভাবিত হয়ে তারই কথার প্রতিধ্বনি করেন।
(৫) দাসতত্ত্বঃ একুইনাস প্রাচীন যুগের দার্শনিক এরিস্টটলের দাসতত্ত্ব দ্বারা যথেষ্ট প্রভাবিত হন। উভয়ই মনে করেন যে, রাষ্ট্রীয় অস্তিত্ব ও সমৃদ্ধির জন্য দাসপ্রথা ন্যায়সঙ্গত।
(৭) সরকারের শ্রেণীবিন্যাসঃ একুইনাস সরকারের শ্রেণীবিন্যাসের ব্যাপারে এরিস্টটলের মূলনীতি অনুসরণ করেন। সকলের মঙ্গল ও শুধু শাসকের মঙ্গল এই দুই লক্ষ্যের ভিত্তিতে তিনি সরকারকে ‘(১) ন্যায়পরায়ণ, ও (২) বিকৃত সরকার’ এই দু’ভাগে বিভক্ত করেছেন।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, একুইনাসের রাষ্ট্র দর্শনের মধ্যে এরিস্টটলের চিন্তাধারার অবাধ বিচরণ প্রতিফলিত হয়েছে। সেন্ট টমাস একুইনাস দক্ষতার সাথে এরিস্টটলের দর্শনকে গ্রহণ করেই ক্ষান্ত হননি বরং একে রোমান ক্যাথলিক দর্শনের ভিত্তি প্রস্তরে পরিণত করেছেন।
0 মন্তব্যসমূহ