উপজাতি কাকে বলে?



প্রশ্নঃ উপজাতি কাকে বলে?
অথবা, উপজাতি বলতে কী বুঝ?


ভূমিকাঃ বর্তমানে পৃথিবীর অধিকাংশ উপজাতীদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে পরিবর্তনের ঢেউ লেগেছে। বাংলাদেশে প্রায় ২০টির মতো উপজাতীয় সমাজ বাস করে। বাংলাদেশে আমরা যাদেরকে উপজাতি বলি, ইংরেজ আসার পূর্বে তাদের কোন লিখিত ভাষা ছিল না। ১৯৩১ সালের পূর্ব পর্যন্ত তাদেরকে এনিমিস্ট বলা হত। ১৯৩১ সালের আদমশুমারির সময় তাদেরকে প্রথমবারের মতো দেখা হয় আদিম উপজাতি হিসাবে।

উপজাতির সংজ্ঞাঃ উপজাতির কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানী উপজাতি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সার্বিকভাবে কেউ উপজাতিকে সংজ্ঞায়িত করেননি। সাধারণত উপজাতি বলতে বুঝায় এমন একটি জনগোষ্ঠী যারা মোটামুটিভাবে একটি অঞ্চলে সংগঠিত এবং যাদের মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐক্য এবং যার সদস্যরা মনে করেন যে, তারা একই সাংস্কৃতিক এককের অন্তর্ভূক্ত।


প্রামাণ্য সংজ্ঞাঃ উপজাতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানি ও নৃ-বিজ্ঞানীগণ যে সংজ্ঞা প্রদান করেছেন তা নিম্নে তুলে ধরা হলো-

সমাজ নৃ-বিজ্ঞানী হোবেল (E.A. Hobel) বলেছেন, “উপজাতি হচ্ছে এমন একটি সামাজিক গোষ্ঠী যারা একটি বিশেষ ভাষায় কথা বলে এবং বিশেষ সংস্কৃতির অংশীদার, যা তাদেরকে অন্য জনগোষ্ঠি থেকে পৃথক করে রাখে। তবে এরা সাধারণত রাজনৈতিকভাবে সুসংগঠিত নয়।”

সমাজ বিজ্ঞানী Robert B. Tylor তার Cultural ways গ্রন্থে বলেছেন, “উপজাতি বলতে এমন একটি জনগোষ্ঠিকে বুঝায়, যারা মোটামুটি একটি অঞ্চলে সংগঠিত এবং যাদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য রয়েছে এবং যার সদস্যরা মনে করে যে, তারা একই সাংস্কৃতিক এককের অন্তর্ভুক্ত।”

নৃ-বিজ্ঞানী কোহেন ও ইয়ামস উপজাতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন, 'A group of depending on foraging, Horticulture and pastoralism for subsistence.'

অর্থাৎ উপজাতি বলতে এমন জনগোষ্ঠিকে বুঝায় যারা তাদের জীবিকার জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল।

ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডাম কুপার বলেন, সাধারণত উপজাতি বলতে তাদেরকে বুঝায় যারা সচরাচর উষ্ণতম অঞ্চলে বাস করে এবং খুব সামান্য পরিমাণে প্রযুক্তি ব্যবহার করে। এছাড়া উপজাতি একটি পরিবারের চেয়ে বড় কিন্তু কোনোভাবেই এটি একটি জাতির সমতুল্য নয়।


আমাদের অভিমতঃ উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, উপজাতি বলতে এমন একটি জনগোষ্ঠিকে বোঝায় যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে এবং যাদের অর্থনৈতিক জীবনপ্রণালি, উৎপাদন প্রণালি মোটামুটি একই ধরনের এবং সদস্যদের মধ্যে একটা ঐক্যের বন্ধন কাজ করে, যা অন্যান্য জনগোষ্ঠি থেকে তাদের আলাদা করে রাখে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, হাজার বছরের ঐতিহ্যে লালিত জীবনধারায় ব্যাপৃত নির্দিষ্ট সাংস্কৃতিক পরিমণ্ডলে বসবাসরত জনগোষ্ঠির নাম উপজাতি। পথিবীর অধিকাংশ আদিবাসী উপজাতি নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান সভ্য অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু পৃথিবীর কোনো কোনো অঞ্চলের আদিবাসিরা এখনো সভ্যতার সুফল থেকে দূরে অপরিবর্তিতই রয়ে গেছে। বাংলাদেশে এরকম আদিবাসি উপজাতির সংখ্যা ২০-এর ওপরে। এদের মধ্যে মাত্র কয়েকটি উপজাতি সম্পর্কে গবেষণা শুরু হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক