সিস্টেম তত্ত্ব কী?



প্রশ্নঃ সিস্টেম তত্ত্ব কী?
অথবা, সিস্টেম তত্ত্ব বলতে কী বুঝ?

ভূমিকাঃ সিস্টেম তত্ত্বের ধারণা বর্তমান শতাব্দীর সর্বাপেক্ষা আলােচিত ধারণাগুলাের অন্যতম। এ শতাব্দীর পাঁচের দশকে রাষ্ট্রবিজ্ঞানের বিশৃঙ্খল অবস্থার মােকাবিলায় রাজনৈতিক কার্যকলাপ পর্যালােচনার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ডেভিট ইস্টর্ন তার 'A Frame Work for Political Analysis' গ্রন্থে System Theory উপস্থাপন করেন। প্রাথমিকভাবে এই তত্ত্ব জীববিজ্ঞানে ব্যবহৃত হতাে, পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানেও এ তত্ত্বের ব্যবহার শুরু হয়।

সিস্টেম তত্ত্বের সংজ্ঞাঃ সাধারণভাবে সিস্টেম তত্ত্ব বলতে পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন সহযােগী এককের এমন এক ধরনের পারস্পরিক ক্রিয়া এবং ভূমিকাকে বুঝায়, যাতে ঐ এককগুলাের যেকোনাে একটির পরিবর্তন- অন্যগুলাের পরিবর্তন আনয়ন করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সিস্টেম তত্ত্বের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কতিপয় সংজ্ঞা উল্লেখ করা হলােঃ

অ্যালমন্ড ও পাওয়েলের মতে, সিস্টেম হচ্ছে বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থার সাথে এর পরিবেশের মধ্যে কোনাে না কোনাে ধরনের সীমারেখা।

মরটন ক্যাপলানের মতে, সিস্টেম হচ্ছে পারস্পরিক বন্ধনে আবদ্ধ একরাশি উপাদান, যা তার পরিবেশ থেকে বিছিন্ন এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে ঐ সব উপাদানের কার্যকারিতায় এক নিয়মিত সূত্র লক্ষ্য করা যায়।

আনাতুল র‍্যাপাের্ট বলেন, 'A whole which functions as a whole by virtue of the interdependence of its parts is called a system.'

ডেভিট ইস্টন বলেন, 'সিস্টেম হলাে উদ্দেশ্য স্থির করার, নিজেকে রূপান্তরিত করার ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করার সৃজনমূলক ক্ষমতাসম্পন্ন একটা ব্যবস্থা।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সিস্টেম হচ্ছে এমন একটি সামগ্রিক ব্যবস্তা যার মধ্যে বিভিন্ন উপাদান পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে কার্যাবলি সম্পাদন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক