রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে গােষ্ঠীতত্ত্বের প্রয়ােজনীয়তা সংক্ষেপে লিখ


প্রশ্নঃ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে গােষ্ঠীতত্ত্বের প্রয়ােজনীয়তা সংক্ষেপে লিখ।
অথবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে গােষ্ঠীতত্ত্বের গুরুত্ব সংক্ষেপে আলােচনা কর।

ভূমিকাঃ রাজনীতি অধ্যয়নে বা বিশ্লেষণে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এক সময়ে গতানুগতিক পদ্ধতিকে সর্বোত্তম পদ্ধতি বলে স্বীকার করা হতাে। কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের অন্যতম আধুনিক পদ্ধতি হলাে গােষ্ঠী তত্ত্ব। যদিও আরব রাষ্ট্রচিন্তাবিদ ইবনে খালদুন তার ‘আল মুকাদ্দমা' গ্রন্থে বহু পূর্বে গােষ্ঠী তত্ত্ব সম্পর্কে আলােচনা করে গেছেন। কিন্তু আধুনিক গােষ্ঠী তত্ত্বের উদ্ভব হয়েছে আমেরিকান সমাজের দ্বন্দ্ব, সংঘাত ও প্রতিযােগিতা থেকে।

রাজনৈতিক বিশ্লেষণে গােষ্ঠীতত্ত্বের গুরুত্বঃ নিম্নে রাজনীতি বিশ্লেষণে Group Theory’র গুরুত্ব ও প্রয়োজনীয়তা সংক্ষেপে আলােচনা করা হলােঃ

(১) রাজনীতি বিজ্ঞান অধ্যয়নের চাবিকাঠিঃ গ্রুপতত্ত্ব রাজনীতি বিজ্ঞানের বিশ্লেষণ ও অধ্যয়নের চাবিকাঠি। এর মাধ্যমেই রাজনীতি বিজ্ঞানের যাবতীয় বিষয়াদি বিশ্লেষণ করা হয়। আধুনিককালে রাজনীতি বিজ্ঞান বিশ্লেষণ ও অধ্যয়নের ক্ষেত্রে গােষ্ঠী মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(২) সরকারের কার্য পরিচালনার ক্ষেত্রেঃ সরকারের কার্য পরিচালনা মূলত বিভিন্ন গােষ্ঠীর ওপর প্রত্যক্ষ ও পরােক্ষভাবে নির্ভরশীল। সরকারের সকল তৎপরতার নেপত্থেই কোন না কোন গ্রুপ বা গােষ্ঠী কাজ করে। ফলে গ্রুপ তত্ত্বের মাধ্যমে সরকারের কার্য পরিচালনা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভবপর হয়।

(৩) রাজনৈতিক সংজ্ঞা ও পদ্ধতি বিশ্লেষণঃ গ্রুপ মতবাদের মাধ্যমে একটি দেশের সার্বিক পদ্ধতি বিশ্লেষণ করে সুষ্ঠু পদ্ধতি আবিষ্কার করা সম্ভব হয়। তা ছাড়া রাজনৈতিক দল ও সংসারের মধ্যে অহরহ দ্বন্দ্বের মীমাংসা এবং পারস্পরিক স্বার্থ অর্জনে গােষ্ঠী অগ্রণী ভূমিকা পালন করে।

(8) দেশের কল্যাণকর কর্মতৎপরতার ক্ষেত্রেঃ Group Theory সরকারি ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়সাধন করে দেশের কল্যাণকর কর্মতৎপরতায় ভূমিকা পালন করে থাকে। তা ছাড়া এটি দেশের কল্যাণের স্বার্থে রাজনীতি বিশ্লেষণ ও মতামত প্রদান করে থাকে।

(৫) রাজনীতির স্বরূপ বিশ্লেষণেঃ Bentley'র মতে মানুষের চিন্তা-চেতনা, মূল্যবােধ, অনুভূতি ইত্যাদি সমাজের বিভিন্ন কার্যের প্রতিফলন মাত্র। কাঠামাে ও মূল্যবােধের চেয়ে কার্য অধিকতর গুরুত্বপূর্ণ যা মূলত কোনাে না কোন group কর্তৃক সম্পাদিত হয়। ফলে গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ন।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, গ্রুপ তত্ত্বের কিছু সমালােচনা থাকা সত্ত্বেও আধুনিক রাজনীতি অধ্যয়নে গ্রুপ তত্ত্বের গুরুত্ব অস্বীকার করা যায় না। বিভিন্ন গ্রুপের পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া-প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে রাজনৈতিক আধুনিকীকরণ ও অগ্রগতির স্বরূপ লাভ করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক