অথবা, নারীর প্রতি সহিংসতার কারণসমূহ বর্ণনা কর।
ভূমিকাঃ নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতা আমাদের দেশে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাত্যহিক জীবনে এর ভয়াবহ উপস্থিতি আমাদের চিন্তার উদ্রেগ করে । নারী নির্যাতন নারী ক্ষমতায়ণের পথে এক বিরাট প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই নারীরা বৈষম্য ও সহিংসতার শিকার।
নারীর প্রতি সহিংসতার কারণসমূহঃ নিম্নে নারীর প্রতি সহিংসতার কারণসমূহ আলােচনা করা হলাে-
(১) জৈবিক বা শারীরিক পার্থক্যঃ শারীরিক গঠনগত কারণে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণেই নারীরা সন্তান ধারণ করে যা চিরন্তন বিষয়। আর এই জৈবিক পার্থক্যকেই পুঁজি করে সমাজ নারীকে দুর্বল হিসেবে প্রতিষ্ঠিত করে এবং নারীদের জন্য আলাদা কাজ নির্ধারণ করে।
(২) পুরুষতন্ত্রের উদ্ভবঃ নারী নির্যাতনের মূল কারণ নিহিত রয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। কেননা নারী চিরদিনই যে পুরুষের অধীন ছিল এ ধারণা সম্পূর্ণ ভুল। কারণ নারী প্রকৃতিগতভাবে সন্তান ধারণ ও লালন-পালনের সাথে সম্পৃক্ত বিধায় ক্রমাগত কৃষিকাজের সাথে যুক্ত হয় এবং ধীরে ধীরে পশু শিকারের কাজ থেকে সম্পৃক্ততা হারায়। পরবর্তীতে কৃষি কাজ থেকেও সে ছিটকে পরে এবং নারীর উপরে পুরোপুরি পুরুষতন্ত্র জেঁকে বসে।
(৩) লিঙ্গ ভিত্তিক শ্রম বিভাজনঃ নারী-পুরুষের জৈবিক পার্থক্যের কারণে সমাজ কর্তৃক পুরুষের কর্ম বিভাজনই লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন। এক্ষেত্রে সমাজ গৃহস্থলী কাজকে নারীর জন্য এবং বাইরের কাজকে পুরুষের জন্য নির্ধারণ করা হয়। পুরুষের বাইরের কাজ যা মূলত অর্থ উপার্জনমূলক তা সম্মানজনক ও গুরুত্বের সাথে বিবেচিত হয়।
(৪) যৌতুকঃ নারী নির্যাতনের একটি উল্লেখযােগ্য কারণ হল যৌতুক। যৌতুক প্রথা সামাজিকভাবে এবং আইনগতভাবে অন্যায় হলেও পারিবারিক, সামাজিক প্রভৃতি কারণে অনেকটা বাধ্য হয়েই মেয়ের পরিবার বিয়ের শর্ত হিসেবে যৌতুককে মেনে নেয়।
(৫) অর্থনৈতিক নিরাপত্তাহীনতাঃ নারীরা সংসারে নানাবিধ কাজ করে যার কোন আর্থিক মূল্য দেয়া হয় না। তা ছাড়া নারীদের পাবলিক গণ্ডিতে কাজ করার সুযােগ কম থাকায়, তাদের অর্থনৈতিক নিরাপত্তা নেই। এই বিবিধ কারণ নারীকে পুরুষের ওপর নির্ভরশীল করে তোলে যা নির্যাতনের পথকেই সুগম করে।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের বর্তমানে নারী নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে। বর্তমানে এই নির্যাতন বা সহিংসতা পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সকল ক্ষেত্রেই মাত্রার তারতম্য থাকলেও প্রতিনিয়ত ঘটে চলেছে। বাংলাদেশে প্রতিদিন খবরে নির্যাতনের যে ধরন পাওয়া যায় তা নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরার ক্ষেত্রে যথেষ্ট নয়।
0 মন্তব্যসমূহ