Concept of Accounting
প্রশ্নঃ হিসাববিজ্ঞান কাকে বলে?
অথবা, হিসাববিজ্ঞান প্রক্রিয়ার সাথে জড়িত কাজের তালিকা তৈরি করা।
ভূমিকাঃ হিসাববিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণের পদ্ধতি আলােচনা করা হয়। শব্দগতভাবে হিসাববিজ্ঞান শব্দটি মূলত ‘হিসাব’ এবং ‘বিজ্ঞান’ এ দু’টি শব্দের সমন্বিত রূপ। হিসাব শব্দের আভিধানিক অর্থ আর্থিক তথ্যাবলির গণনা কার্য। অন্যদিকে, কোনাে নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষা, নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংঘবদ্ধ জ্ঞানকেই বিজ্ঞান নামে অভিহিত করা হয়। অর্থাৎ, হিসাববিজ্ঞান বলতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযােগ্য লেনদেনসমূহের গণনা, শ্রেণিবিন্যাস, সংক্ষিপ্তকরণ, আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে বােঝানাে হয়।
হিসাববিজ্ঞানের সংজ্ঞাঃ হিসাববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিম্নে উল্লেখ করা হলাে—
American Institute of Certified Public Accountants (AICPA)-এর মতে, “আর্থিক বৈশিষ্ট্যসম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।”
"Accounting is the art of recording, classifying and summarizing in a significant manner and in terms of money transactions and events which are in part at least of a financial character and interpreting the result thereof."
পড়ুনঃ হিসাববিজ্ঞান পরিচিতি
American Accounting Association (AAA)-এর মতে, “যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্যে করে তাকে হিসাববিজ্ঞান বলে।” "Accounting refers to the process of identifying, measuring and communicating economic information to permit informed judgments and decisions by the users of the information."
Weygandt, Kieso and Kimmel-এর মতে, “হিসাববিজ্ঞান হলাে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংঘটিত আর্থিক ঘটনাগুলাে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়ােজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যােগাযােগ স্থাপন করা হয়।”
মোটকথাঃ হিসাববিজ্ঞান হলাে ব্যবসায়ে সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধ করা ও ব্যবহারকারীদের কাছে প্রয়ােজনীয় তথ্য সরবরাহ করার একটি সামগ্রিক প্রক্রিয়া। উক্ত প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করার জন্য-
প্রথমত, ব্যবসায়ের সাথে সম্পর্কিত আর্থিক লেনদেনসমূহ চিহ্নিত করা হয়।
দ্বিতীয়ত, শনাক্তকৃত আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়।
তৃতীয়ত, হিসাবকাল শেষে হিসাব তথ্য ব্যবহারকারীদের কাছে তথ্য সরবরাহ করার উদ্দেশ্যে ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় করা। অর্থাৎ লাভ বা ক্ষতির পরিমাণ এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা তথা মােট সম্পত্তি ও দায়ের পরিমাণ নির্ণয়পূর্বক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়।
চূড়ান্ত পর্যায়ে, সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক প্রতিবেদনের বিচার-বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, হিসাববিজ্ঞান হলাে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ে সংঘটিত দৈনন্দিন আর্থিক ঘটনাগুলাে চিহ্নিতকরণ, হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণিবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এবং সেগুলাের বিচার-বিশ্লেষণ করা হয়। যা পরবর্তীতে হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয়।
0 মন্তব্যসমূহ